গত বছর মুক্তি পাওয়া ভারতের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসাই ভেসেছে সিনেমাটি। এ বছরের প্রথমে এসেই সিনেমাটির সাফল্যে আরেকটি পালক যোগ হলো।
অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে এবারের আসরে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে ‘আরআরআর’-এর গান ‘নাট্টু নাট্টু’। এর মাধ্যমেই ভারতীয় কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে ইতিহাস করল ‘আরআরআর’।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের আমেরিকান ও বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। সেখানে সেরা মৌলিক গান ও বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল সিনেমাটি।
তবে সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগের পুরস্কার না পেলেও সেরা মৌলিক গান ক্যাটাগরিতে ঠিকই পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’। এই ক্যাটাগরির পুরস্কার জিতেছে সিনেমার গান ‘নাট্টু নাট্টু’। গানটির সুরকার ও সংগীত পরিচালক এম এম কিরাবাণী। এর গীতিকবি কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ।
পুরস্কার অনুষ্ঠানে পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ, এনটিআর জুনিয়রসহ ‘আরআরআর’ টিম হাজির হয়েছিলেন। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে গান ‘নাট্টু নাট্টু’ ঘোষণার পরই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।
পুরস্কার ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছে ‘আরআরআর’ টিম। এক টুইটের মাধ্যমে চলচ্চিত্রটির টিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীকে গর্বিত করার কারণে তাঁদের ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া বলিউড বাদশাহ শাহরুখ খান, পরিচালক করণ জোহর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সংগীত পরিচালক এ আর রহমানসহ অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।
গত বছর মুক্তি পাওয়া ভারতের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসাই ভেসেছে সিনেমাটি। এ বছরের প্রথমে এসেই সিনেমাটির সাফল্যে আরেকটি পালক যোগ হলো।
অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে এবারের আসরে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে ‘আরআরআর’-এর গান ‘নাট্টু নাট্টু’। এর মাধ্যমেই ভারতীয় কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে ইতিহাস করল ‘আরআরআর’।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের আমেরিকান ও বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। সেখানে সেরা মৌলিক গান ও বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল সিনেমাটি।
তবে সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগের পুরস্কার না পেলেও সেরা মৌলিক গান ক্যাটাগরিতে ঠিকই পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’। এই ক্যাটাগরির পুরস্কার জিতেছে সিনেমার গান ‘নাট্টু নাট্টু’। গানটির সুরকার ও সংগীত পরিচালক এম এম কিরাবাণী। এর গীতিকবি কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ।
পুরস্কার অনুষ্ঠানে পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ, এনটিআর জুনিয়রসহ ‘আরআরআর’ টিম হাজির হয়েছিলেন। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে গান ‘নাট্টু নাট্টু’ ঘোষণার পরই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।
পুরস্কার ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছে ‘আরআরআর’ টিম। এক টুইটের মাধ্যমে চলচ্চিত্রটির টিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীকে গর্বিত করার কারণে তাঁদের ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া বলিউড বাদশাহ শাহরুখ খান, পরিচালক করণ জোহর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সংগীত পরিচালক এ আর রহমানসহ অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে