ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বিখ্যাত চলচ্চিত্র ‘বাবা’ নতুন আঙ্গিকে ফের মুক্তি পাচ্ছে। দুই দশক পর আবার প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। রজনীকান্ত বেশ কয়েকবারই ‘বাবা’কে তাঁর প্রিয় সিনেমা বলে উল্লেখ করেছেন।
রজনীকান্তের জন্মদিন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ কৃষ্ণ। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—মনীষা কৈরালা, গৌন্দামণি, দিল্লী গণেশ প্রমুখ। চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন এ আর রহমান।
পুনরায় মুক্তি উপলক্ষে সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে। সিনেমাটির গুণগত মানে আরও পরিবর্তন আনা হয়েছে। দর্শকেরা ভালো ও গুণগত মানের অডিও এবং ডিজিটাল প্রিন্টে সিনেমাটিকে আবার নতুন করে দেখতে পাবেন। নতুন সংস্করণে সিনেমাটির দৈর্ঘ্যও কমানো হয়েছে।
সম্প্রতি রজনীকান্ত টুইটারে সিনেমাটির পুনরায় মুক্তি উপলক্ষে লেখেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা চিরকাল আমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকবে। ‘বাবা’র নতুন সংস্করণ শিগগিরই মুক্তি পাবে।’
ট্রেলারে নতুন সংযোজন করা একটি ফুটেজে, ভক্তদের উদ্দেশে রজনীকান্তকে বলতে শোনা যায়, ‘আমি আসছি।’
এই চলচ্চিত্রটি পরিবেশকদের কাছে তখন ১৭ কোটি রুপির রেকর্ড মূল্যে বিক্রি হয়েছিল।
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বিখ্যাত চলচ্চিত্র ‘বাবা’ নতুন আঙ্গিকে ফের মুক্তি পাচ্ছে। দুই দশক পর আবার প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। রজনীকান্ত বেশ কয়েকবারই ‘বাবা’কে তাঁর প্রিয় সিনেমা বলে উল্লেখ করেছেন।
রজনীকান্তের জন্মদিন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ কৃষ্ণ। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—মনীষা কৈরালা, গৌন্দামণি, দিল্লী গণেশ প্রমুখ। চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন এ আর রহমান।
পুনরায় মুক্তি উপলক্ষে সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে। সিনেমাটির গুণগত মানে আরও পরিবর্তন আনা হয়েছে। দর্শকেরা ভালো ও গুণগত মানের অডিও এবং ডিজিটাল প্রিন্টে সিনেমাটিকে আবার নতুন করে দেখতে পাবেন। নতুন সংস্করণে সিনেমাটির দৈর্ঘ্যও কমানো হয়েছে।
সম্প্রতি রজনীকান্ত টুইটারে সিনেমাটির পুনরায় মুক্তি উপলক্ষে লেখেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা চিরকাল আমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকবে। ‘বাবা’র নতুন সংস্করণ শিগগিরই মুক্তি পাবে।’
ট্রেলারে নতুন সংযোজন করা একটি ফুটেজে, ভক্তদের উদ্দেশে রজনীকান্তকে বলতে শোনা যায়, ‘আমি আসছি।’
এই চলচ্চিত্রটি পরিবেশকদের কাছে তখন ১৭ কোটি রুপির রেকর্ড মূল্যে বিক্রি হয়েছিল।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে