বিনোদন ডেস্ক
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১২ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৭ ঘণ্টা আগে