মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে