মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৭ ঘণ্টা আগে