শেষ হচ্ছে অপেক্ষা। বহু অপেক্ষায় পর মুক্তির দ্বারপ্রান্তে ‘পুষ্পা ২’। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাবে সিনেমার ট্রেলার।
জানা গেছে, পুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়বে বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
পুষ্পা ২ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পাটনার গান্ধী স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থান ছেয়ে গেছে পুষ্পার পোস্টার ও ফেস্টুনে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, এ আয়োজনে প্রায় এক লাখ দর্শক উপস্থিত হতে পারেন।
তিন বছর আগে এসেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা পরবর্তী সময়ে যখন পুরো ইন্ডাস্ট্রি ধুঁকছিল, ওই সময় প্রায় ৪ শ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছিল পুষ্পা। এবার দ্বিতীয় পর্বের পালা। নাম দেওয়া হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল, পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়। পরে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়।
এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ছয় শ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২ শর বেশি শো হবে পুষ্পা টুর। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রির হিসেবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।
শেষ হচ্ছে অপেক্ষা। বহু অপেক্ষায় পর মুক্তির দ্বারপ্রান্তে ‘পুষ্পা ২’। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাবে সিনেমার ট্রেলার।
জানা গেছে, পুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়বে বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
পুষ্পা ২ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পাটনার গান্ধী স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থান ছেয়ে গেছে পুষ্পার পোস্টার ও ফেস্টুনে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ৯টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, এ আয়োজনে প্রায় এক লাখ দর্শক উপস্থিত হতে পারেন।
তিন বছর আগে এসেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা পরবর্তী সময়ে যখন পুরো ইন্ডাস্ট্রি ধুঁকছিল, ওই সময় প্রায় ৪ শ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছিল পুষ্পা। এবার দ্বিতীয় পর্বের পালা। নাম দেওয়া হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল, পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়। পরে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়।
এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ছয় শ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২ শর বেশি শো হবে পুষ্পা টুর। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রির হিসেবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৫ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৫ ঘণ্টা আগে