দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৩ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৬ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
২০ ঘণ্টা আগে