Ajker Patrika

রজনীকান্তের ‘জেলার’: ১০ দিনে ৫০০ কোটি পার 

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩: ১৩
রজনীকান্তের ‘জেলার’: ১০ দিনে ৫০০ কোটি পার 

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। গত ১০ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’ এবং ২০২২ সালের ‘পন্নিয়িন সেলভান ১’-এর পর ‘জেলার’ তৃতীয় তামিল চলচ্চিত্র হিসেবে ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

এদিকে বক্স অফিসের প্রতিবেদন অনুসারে, গতকাল শনিবার ‘জেলার’ তার দশম দিনে ভারতে সমস্ত ভাষায় ১৮ কোটি রুপি আয় করেছে।

রেকর্ডের দিকে ছুটছে রজনীকান্তের ‘জেলার’গত ১০ আগস্ট মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি রুপি আয় করেছিল ‘জেলার’, যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।

জেলারের এখন পর্যন্ত শুধু ভারতে আয় ২৬৩ দশমিক ৯ কোটি রুপি। প্রথম সপ্তাহে ভারতে সমস্ত ভাষায় ২৩৫ কোটি রুপির বেশি আয় করেছিল সিনেমাটি।

প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেলার’ নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত