বিনোদন ডেস্ক
মা শ্রীদেবীর পথেই হাঁটছেন জাহ্নবী কাপুর। বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমায় সমান প্রভাব ছিল শ্রীদেবীর। জাহ্নবীও বলিউড মাতিয়ে এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণে। এনটিআর জুনিয়রের সঙ্গে গত বছর ‘দেভারা’ সিনেমায় আলোচিত হয়েছিলেন। এরপর আরেক দক্ষিণি সুপারস্টার রামচরণের নায়িকা হয়েছেন। সেটার শুটিং শুরু হওয়ার আগেই এল আরেক বড় খবর। জাহ্নবী এবার হচ্ছেন আল্লু অর্জুনের সঙ্গী।
পুষ্পা ফ্রাঞ্চাইজির অবিশ্বাস্য সাফল্যের পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আল্লু। ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনায় শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির। তবে বেশ কিছু কারণে সেটার শিডিউল পিছিয়েছে। এই অবসরে অন্য সিনেমার শুটিং করবেন আল্লু।
অন্যদিকে শাহরুখের সঙ্গে ‘জওয়ান’-এর পর পরিচালক অ্যাটলিও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়েছেন। জানা গেছে, অ্যাটলির একটি সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে। তাতেই নায়িকা হবেন জাহ্নবী কাপুর।
কয়েক বছর ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখে অভ্যস্ত দর্শক। নতুন এ সিনেমার মাধ্যমে আল্লুর পাশে দাঁড়াচ্ছেন জাহ্নবী। যদিও অফিশিয়াল ঘোষণা আসেনি এখনো। তবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেভারায় জাহ্নবীর পারফরম্যান্স দেখেই এ সিনেমায় জাহ্নবীকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাটলি। মাসখানেক আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার বার্থডে পার্টিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তখন থেকেই গুঞ্জন ছিল, অ্যাটলির পরিচালনায় দেখা যেতে পারে তাঁকে। অবশেষে সে গুঞ্জন সত্যি হতে চলেছে।
মা শ্রীদেবীর পথেই হাঁটছেন জাহ্নবী কাপুর। বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমায় সমান প্রভাব ছিল শ্রীদেবীর। জাহ্নবীও বলিউড মাতিয়ে এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণে। এনটিআর জুনিয়রের সঙ্গে গত বছর ‘দেভারা’ সিনেমায় আলোচিত হয়েছিলেন। এরপর আরেক দক্ষিণি সুপারস্টার রামচরণের নায়িকা হয়েছেন। সেটার শুটিং শুরু হওয়ার আগেই এল আরেক বড় খবর। জাহ্নবী এবার হচ্ছেন আল্লু অর্জুনের সঙ্গী।
পুষ্পা ফ্রাঞ্চাইজির অবিশ্বাস্য সাফল্যের পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আল্লু। ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনায় শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির। তবে বেশ কিছু কারণে সেটার শিডিউল পিছিয়েছে। এই অবসরে অন্য সিনেমার শুটিং করবেন আল্লু।
অন্যদিকে শাহরুখের সঙ্গে ‘জওয়ান’-এর পর পরিচালক অ্যাটলিও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়েছেন। জানা গেছে, অ্যাটলির একটি সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে। তাতেই নায়িকা হবেন জাহ্নবী কাপুর।
কয়েক বছর ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখে অভ্যস্ত দর্শক। নতুন এ সিনেমার মাধ্যমে আল্লুর পাশে দাঁড়াচ্ছেন জাহ্নবী। যদিও অফিশিয়াল ঘোষণা আসেনি এখনো। তবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেভারায় জাহ্নবীর পারফরম্যান্স দেখেই এ সিনেমায় জাহ্নবীকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাটলি। মাসখানেক আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার বার্থডে পার্টিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তখন থেকেই গুঞ্জন ছিল, অ্যাটলির পরিচালনায় দেখা যেতে পারে তাঁকে। অবশেষে সে গুঞ্জন সত্যি হতে চলেছে।
বাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
১৬ মিনিট আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১০ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
১০ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
১০ ঘণ্টা আগে