কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় লেডি সুপারস্টার খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধানুশ। নয়নতারার পক্ষে মামলাটি বাতিল চেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
নয়নতারার ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নানাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে এই মামলা করেন ধানুশ। গত বছরের নভেম্বরে করা ওই মামলায় নয়নতারার সঙ্গে তাঁর স্বামী ভিগনেশ শিবান ও তাঁদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।
নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান মুম্বাইভিত্তিক লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়েও হাইকোর্টে আবেদন করেছিল ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস।
ধানুশের আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘আমার ক্লায়েন্টের কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক, অন্যথায় আমার ক্লায়েন্ট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
ইনস্টাগ্রামে খোলা চিঠি দিয়ে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন নয়নতারা। চিঠিতে শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্য প্রযোজকদের তিনি ধন্যবাদ জানান। নয়নতারা বলেন, তাঁরা তাঁদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং ‘সহজেই অনুমতি’ দিয়েছেন।
কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় লেডি সুপারস্টার খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধানুশ। নয়নতারার পক্ষে মামলাটি বাতিল চেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
নয়নতারার ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নানাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে এই মামলা করেন ধানুশ। গত বছরের নভেম্বরে করা ওই মামলায় নয়নতারার সঙ্গে তাঁর স্বামী ভিগনেশ শিবান ও তাঁদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।
নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান মুম্বাইভিত্তিক লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়েও হাইকোর্টে আবেদন করেছিল ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস।
ধানুশের আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘আমার ক্লায়েন্টের কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক, অন্যথায় আমার ক্লায়েন্ট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
ইনস্টাগ্রামে খোলা চিঠি দিয়ে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন নয়নতারা। চিঠিতে শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্য প্রযোজকদের তিনি ধন্যবাদ জানান। নয়নতারা বলেন, তাঁরা তাঁদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং ‘সহজেই অনুমতি’ দিয়েছেন।
দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৪১ মিনিট আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৫ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৫ ঘণ্টা আগে