বক্স অফিসে চলছে নানিঝড়। নানি ও কীর্তি সুরেশ অভিনীত তেলেগু সিনেমা ‘দাশারা’র নিয়ন্ত্রণে বক্স অফিস। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭ কোটি রুপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের খুব কাছেই রয়েছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে ‘দাশারা’। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১ হাজার ৩০০টি পর্দায় মুক্তি প্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। অ্যাকশনে ভরপুর সিনেমাটির গল্প দর্শকদের মন কেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ৮৭ কোটি রুপি আয়কৃত ‘দাশারা’ সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ৫৭ কোটি রুপি আয় করেছে! শুধু তা-ই নয়, মুক্তির আগে শুধু অগ্রিম বুকিং বাবদই ৫০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।
৬৫ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছে শুদ্ধকর চেরুকুরি এবং পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা। ‘দাশারা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ।
বক্স অফিসে চলছে নানিঝড়। নানি ও কীর্তি সুরেশ অভিনীত তেলেগু সিনেমা ‘দাশারা’র নিয়ন্ত্রণে বক্স অফিস। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭ কোটি রুপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের খুব কাছেই রয়েছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে ‘দাশারা’। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১ হাজার ৩০০টি পর্দায় মুক্তি প্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। অ্যাকশনে ভরপুর সিনেমাটির গল্প দর্শকদের মন কেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ৮৭ কোটি রুপি আয়কৃত ‘দাশারা’ সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ৫৭ কোটি রুপি আয় করেছে! শুধু তা-ই নয়, মুক্তির আগে শুধু অগ্রিম বুকিং বাবদই ৫০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।
৬৫ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছে শুদ্ধকর চেরুকুরি এবং পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা। ‘দাশারা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে