আজ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জন্মদিন। ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা। আর জন্মদিনে ভক্তদের তিনি দিয়েছেন চমক, জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশ পেয়েছে তাঁর ‘লিও’ সিনেমার নতুন লুক।
‘লিও’র নতুন পোস্টারে দেখা যায় বিজয়ের হাতে হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এ পোস্টার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে।
পোস্টারটি শেয়ার করে লোকেশ কানাগরাজ লিখেছেন, ‘লিওর প্রথম লুক এসে গেছে! শুভ জন্মদিন বিজয় থালাপতি আন্না (ভাই)! আবারও তোমার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত! দুর্দান্ত কাটুক!’
‘লিও’র লুক পোস্টার দেখে উৎফুল্ল দর্শক। এক নেটিজেন লিখেছেন, ‘এটা কি কলিউড (তামিল) ছবি নাকি হলিউড?’ অপর একজন লিখেছেন, ‘সিনেমাটির জন্য আর তর সইছে না।’
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
আজ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জন্মদিন। ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা। আর জন্মদিনে ভক্তদের তিনি দিয়েছেন চমক, জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশ পেয়েছে তাঁর ‘লিও’ সিনেমার নতুন লুক।
‘লিও’র নতুন পোস্টারে দেখা যায় বিজয়ের হাতে হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এ পোস্টার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে।
পোস্টারটি শেয়ার করে লোকেশ কানাগরাজ লিখেছেন, ‘লিওর প্রথম লুক এসে গেছে! শুভ জন্মদিন বিজয় থালাপতি আন্না (ভাই)! আবারও তোমার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত! দুর্দান্ত কাটুক!’
‘লিও’র লুক পোস্টার দেখে উৎফুল্ল দর্শক। এক নেটিজেন লিখেছেন, ‘এটা কি কলিউড (তামিল) ছবি নাকি হলিউড?’ অপর একজন লিখেছেন, ‘সিনেমাটির জন্য আর তর সইছে না।’
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে