আজ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জন্মদিন। ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা। আর জন্মদিনে ভক্তদের তিনি দিয়েছেন চমক, জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশ পেয়েছে তাঁর ‘লিও’ সিনেমার নতুন লুক।
‘লিও’র নতুন পোস্টারে দেখা যায় বিজয়ের হাতে হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এ পোস্টার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে।
পোস্টারটি শেয়ার করে লোকেশ কানাগরাজ লিখেছেন, ‘লিওর প্রথম লুক এসে গেছে! শুভ জন্মদিন বিজয় থালাপতি আন্না (ভাই)! আবারও তোমার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত! দুর্দান্ত কাটুক!’
‘লিও’র লুক পোস্টার দেখে উৎফুল্ল দর্শক। এক নেটিজেন লিখেছেন, ‘এটা কি কলিউড (তামিল) ছবি নাকি হলিউড?’ অপর একজন লিখেছেন, ‘সিনেমাটির জন্য আর তর সইছে না।’
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
আজ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জন্মদিন। ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা। আর জন্মদিনে ভক্তদের তিনি দিয়েছেন চমক, জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশ পেয়েছে তাঁর ‘লিও’ সিনেমার নতুন লুক।
‘লিও’র নতুন পোস্টারে দেখা যায় বিজয়ের হাতে হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এ পোস্টার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে।
পোস্টারটি শেয়ার করে লোকেশ কানাগরাজ লিখেছেন, ‘লিওর প্রথম লুক এসে গেছে! শুভ জন্মদিন বিজয় থালাপতি আন্না (ভাই)! আবারও তোমার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত! দুর্দান্ত কাটুক!’
‘লিও’র লুক পোস্টার দেখে উৎফুল্ল দর্শক। এক নেটিজেন লিখেছেন, ‘এটা কি কলিউড (তামিল) ছবি নাকি হলিউড?’ অপর একজন লিখেছেন, ‘সিনেমাটির জন্য আর তর সইছে না।’
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৫ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে