চার হাত এক হয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। হায়দরাবাদে অন্নপূর্ণ স্টুডিওতে বসে তাঁদের বিয়ের আসর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত বেশ কিছু বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত আগস্টে বাগ্দান সেরেছিলেন নাগা-শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। এরপর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একেকটি ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্য শোভিতার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন, এ সময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই মুহূর্তে শোভিতাকে চোখের পানি মুছতে দেখা যায়। বিয়ের আনুষ্ঠানিকতার সময় শোভিতা একটি সাদা শাড়ি পরেছিলেন, যার ওপর ছিল লাল জরির বর্ডার।
প্রবীণ অভিনেতা নাগার্জুন এক্স হ্যান্ডেলে ছেলের বিয়ের ছবি শেয়ার করেন। নাগা পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। কনে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গোছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলংকার। ক্যাপশনে নাগার্জুন লিখেছিলেন, ‘শোভিতা এবং চৈকে একসঙ্গে সুন্দর অধ্যায় শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চৈকে অভিনন্দন এবং প্রিয় শোভিতা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছ।’
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ হয় নাগার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন খবরে আসে শোভিতার সঙ্গে প্রেম করছেন নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময় হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদ্যাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
চার হাত এক হয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। হায়দরাবাদে অন্নপূর্ণ স্টুডিওতে বসে তাঁদের বিয়ের আসর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত বেশ কিছু বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত আগস্টে বাগ্দান সেরেছিলেন নাগা-শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। এরপর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একেকটি ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্য শোভিতার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন, এ সময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই মুহূর্তে শোভিতাকে চোখের পানি মুছতে দেখা যায়। বিয়ের আনুষ্ঠানিকতার সময় শোভিতা একটি সাদা শাড়ি পরেছিলেন, যার ওপর ছিল লাল জরির বর্ডার।
প্রবীণ অভিনেতা নাগার্জুন এক্স হ্যান্ডেলে ছেলের বিয়ের ছবি শেয়ার করেন। নাগা পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। কনে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গোছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলংকার। ক্যাপশনে নাগার্জুন লিখেছিলেন, ‘শোভিতা এবং চৈকে একসঙ্গে সুন্দর অধ্যায় শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চৈকে অভিনন্দন এবং প্রিয় শোভিতা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছ।’
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ হয় নাগার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন খবরে আসে শোভিতার সঙ্গে প্রেম করছেন নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময় হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদ্যাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
২ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৪ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে