বিনোদন ডেস্ক
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে