তেলেগু সুপারস্টার নাগা চৈতন্যের জন্মদিনে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কাস্টডি’র প্রথম দর্শন মিলল।
নিজের প্রথম তেলুগু ছবির একটি পোস্টার শেয়ার করে পরিচালক ভেঙ্কট প্রভু চৈতন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “যে দিনবদল আমরা দেখতে চাই, চলুন আমরা তা করে দেখাই।”
ওই পোস্টারে দেখা যায়, পুলিশের পোশাক পরা চৈতন্যকে চারদিক থেকে ঘিরে রয়েছে পুলিশ, সবার বন্দুক তাঁর দিকে তাক করা।
তেলেগু ভাষায় নির্মিতব্য দুই ভাষার এই চলচ্চিত্রে চৈতন্যের প্রথম তামিল ছবি। এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি।
আরও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করবেন।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে 'বাঙ্গারাজু'-সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে, কৃতি শেঠি জানান। ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত উত্তেজিত কারণ আমরা ইতিমধ্যে একসাথে কাজ করেছি এবং আমি জানি তার সঙ্গে কাজ করা কতটা আনন্দদায়ক, আমি অবশ্যই এটির জন্য অপেক্ষা করছি। লোকেরাও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি আমাদের দর্শকদের আরেকটি সুন্দর ফিল্ম দেওয়া উচিত।
নাগা চৈতন্যকে সম্প্রতি আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে দেখা গেছে। এর মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়।
তেলেগু সুপারস্টার নাগা চৈতন্যের জন্মদিনে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কাস্টডি’র প্রথম দর্শন মিলল।
নিজের প্রথম তেলুগু ছবির একটি পোস্টার শেয়ার করে পরিচালক ভেঙ্কট প্রভু চৈতন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “যে দিনবদল আমরা দেখতে চাই, চলুন আমরা তা করে দেখাই।”
ওই পোস্টারে দেখা যায়, পুলিশের পোশাক পরা চৈতন্যকে চারদিক থেকে ঘিরে রয়েছে পুলিশ, সবার বন্দুক তাঁর দিকে তাক করা।
তেলেগু ভাষায় নির্মিতব্য দুই ভাষার এই চলচ্চিত্রে চৈতন্যের প্রথম তামিল ছবি। এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি।
আরও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করবেন।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে 'বাঙ্গারাজু'-সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে, কৃতি শেঠি জানান। ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত উত্তেজিত কারণ আমরা ইতিমধ্যে একসাথে কাজ করেছি এবং আমি জানি তার সঙ্গে কাজ করা কতটা আনন্দদায়ক, আমি অবশ্যই এটির জন্য অপেক্ষা করছি। লোকেরাও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি আমাদের দর্শকদের আরেকটি সুন্দর ফিল্ম দেওয়া উচিত।
নাগা চৈতন্যকে সম্প্রতি আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে দেখা গেছে। এর মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৩ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৩ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৬ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৬ ঘণ্টা আগে