অনলাইন ডেস্ক
চন্দ্রযান-৩ নিয়ে ভারতজুড়ে উত্তেজনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর দুই দিনের মধ্যে যানটি চাঁদের বুকে অবতরণ করে ইতিহাস গড়বে ভারত। তবে এ নিয়ে টুইটারে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিক প্রকাশ রাজ।
৫৮ বছর বয়সী এই অভিনেতার পোস্টে চাঁদের বুকে একজন চা বিক্রেতাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: চাঁদ থেকে বিক্রম ল্যান্ডারের পাঠানো প্রথম ছবি। ওয়াও।’ হ্যাশট্যাগে লিখেছেন—জাস্ট আস্কিং।
কার্টুনটিতে ভারতের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা বানাতে দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে, তাঁকে অনেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেক নেটিজেন।
তবে ভারতীয় নেটিজেনরা এমন ব্যঙ্গবিদ্রূপকে ভালোভাবে নেননি। অনেকে বলছেন, এটি একটি সংবেদনশীল পোস্ট। প্রকাশ রাজের উচিত ভারতের চন্দ্রাভিযানে অবদান রাখা বিজ্ঞানীদের সম্মান জানানো।
পোস্টের নিচে এক মন্তব্যকারী লিখেছেন, ‘রাজনৈতিক মতাদর্শনির্বিশেষে চন্দ্রযান-৩ আমাদের জন্য গর্বের বিষয়।’ প্রকাশ রাজের উদ্দেশে ওই মন্তব্যকারী আরও বলেন, ‘রাজনৈতিক এবং জাতীয় স্বার্থের নিয়ে ট্রলিংয়ের মধ্যে সীমানা বুঝুন।’
আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘কাউকে ঘৃণা করা আর দেশকে ঘৃণা করার মধ্যে পার্থক্য রয়েছে। আপনার এমন অবস্থান নেওয়া ঠিক হয়নি।’
‘এটি খুবেই দুঃখজনক। ইসরো ও চন্দ্রযান-৩ কোটি মানুষের হৃদয়ে ঐক্য, আবেগ এবং আশাবাদের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে। আপনি যদি এটি উদ্যাপন করতে না পারেন, তাহলে জাতির প্রতি আপনার ভালোবাসার চেয়েও কোনো ব্যক্তির প্রতি আপনার বেশি ঘৃণা প্রকাশ পাচ্ছে।’
প্রকাশ রাজ অবশ্য পরে আরেক টুইটে সমালোচনার জবাবে আবার খোঁচা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঘৃণাবাদীরা শুধু ঘৃণাই দেখে...আমি তো শুধু আর্মস্ট্রংয়ের সময়কে লক্ষ্য করে একটি কৌতুক বলেছি...আমাদের কেরালার চা-ওয়ালাদের উদ্যাপন করছি...কোন চা-ওয়ালা এটাকে ট্রল মনে করছে?...আপনি যদি কৌতুক না বোঝেন, তাহলে এই কৌতুক আপনাকে নিয়েই...বড় হও #জাস্টআস্কিং।’
প্রকাশ রাজ ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন কঠোর সমালোচক। তিনি ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তাঁর দলের নাম ভারত রাষ্ট্র সমিতি।
চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে গত ১৪ জুলাই এলভিএম-৩ রকেটে করে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আগামী ২৩ আগস্ট এটি চাঁদের মাটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
চন্দ্রযান-৩ নিয়ে ভারতজুড়ে উত্তেজনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর দুই দিনের মধ্যে যানটি চাঁদের বুকে অবতরণ করে ইতিহাস গড়বে ভারত। তবে এ নিয়ে টুইটারে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিক প্রকাশ রাজ।
৫৮ বছর বয়সী এই অভিনেতার পোস্টে চাঁদের বুকে একজন চা বিক্রেতাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: চাঁদ থেকে বিক্রম ল্যান্ডারের পাঠানো প্রথম ছবি। ওয়াও।’ হ্যাশট্যাগে লিখেছেন—জাস্ট আস্কিং।
কার্টুনটিতে ভারতের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা বানাতে দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে, তাঁকে অনেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেক নেটিজেন।
তবে ভারতীয় নেটিজেনরা এমন ব্যঙ্গবিদ্রূপকে ভালোভাবে নেননি। অনেকে বলছেন, এটি একটি সংবেদনশীল পোস্ট। প্রকাশ রাজের উচিত ভারতের চন্দ্রাভিযানে অবদান রাখা বিজ্ঞানীদের সম্মান জানানো।
পোস্টের নিচে এক মন্তব্যকারী লিখেছেন, ‘রাজনৈতিক মতাদর্শনির্বিশেষে চন্দ্রযান-৩ আমাদের জন্য গর্বের বিষয়।’ প্রকাশ রাজের উদ্দেশে ওই মন্তব্যকারী আরও বলেন, ‘রাজনৈতিক এবং জাতীয় স্বার্থের নিয়ে ট্রলিংয়ের মধ্যে সীমানা বুঝুন।’
আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘কাউকে ঘৃণা করা আর দেশকে ঘৃণা করার মধ্যে পার্থক্য রয়েছে। আপনার এমন অবস্থান নেওয়া ঠিক হয়নি।’
‘এটি খুবেই দুঃখজনক। ইসরো ও চন্দ্রযান-৩ কোটি মানুষের হৃদয়ে ঐক্য, আবেগ এবং আশাবাদের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে। আপনি যদি এটি উদ্যাপন করতে না পারেন, তাহলে জাতির প্রতি আপনার ভালোবাসার চেয়েও কোনো ব্যক্তির প্রতি আপনার বেশি ঘৃণা প্রকাশ পাচ্ছে।’
প্রকাশ রাজ অবশ্য পরে আরেক টুইটে সমালোচনার জবাবে আবার খোঁচা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঘৃণাবাদীরা শুধু ঘৃণাই দেখে...আমি তো শুধু আর্মস্ট্রংয়ের সময়কে লক্ষ্য করে একটি কৌতুক বলেছি...আমাদের কেরালার চা-ওয়ালাদের উদ্যাপন করছি...কোন চা-ওয়ালা এটাকে ট্রল মনে করছে?...আপনি যদি কৌতুক না বোঝেন, তাহলে এই কৌতুক আপনাকে নিয়েই...বড় হও #জাস্টআস্কিং।’
প্রকাশ রাজ ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন কঠোর সমালোচক। তিনি ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তাঁর দলের নাম ভারত রাষ্ট্র সমিতি।
চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে গত ১৪ জুলাই এলভিএম-৩ রকেটে করে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আগামী ২৩ আগস্ট এটি চাঁদের মাটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৩ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...
৩ ঘণ্টা আগেরোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা...
৩ ঘণ্টা আগে