দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা সুকামার পরিচালিত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’ মুক্তি পায় ২০১৮ সালে। এতে প্রথমবার রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যবসাসফল সিনেমাটির সিক্যুয়েল নিয়ে গত কয়েকদিন নানা গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই গুঞ্জন কি তাহলে সত্যি হতে যাচ্ছে?
আজ সোমবার রাম চরণকে নিয়ে পরিচালক সুকুমারের প্রাথমিক নাম ‘আরসি ১৭’ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। এরপর থেকেই জল্পনার শুরু, তবে কি ‘রাঙ্গাস্থালাম’ এর সিক্যুয়েল আসতে যাচ্ছে?
রাম চরণ ও সুকুমারের একে অপরকে আলিঙ্গন করার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথরি মুভি মেকার্স লিখেছে, ‘পৃথিবীকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য তেজি বাহিনী পুনরায় একত্রিত হচ্ছে। গ্লোবাল স্টার রামচরণ ও দ্য ম্যাভেরিক ডিরেক্টর সুকুমার ‘‘আরসি ১৭’’ দিয়ে ভারতীয় সিনেমায় নতুন রং যোগ করতে প্রস্তুত।’
তবে সিনেমাটিতে সামান্থা রুথ প্রভুর অন্তর্ভুক্তির সঙ্গে আর কারা থাকছেন তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। এক্সে ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় ভাইরাল। মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন রাম চরণ ও সুকুমার। একজন লিখেছেন, ‘চমৎকার কম্বো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অল দ্য বেস্ট টিম।’
কয়েক দিন আগেই, অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিপরীতে নতুন সিনেমা ‘আরসি ১৬’ এর ঘোষণা দিয়েছেন রাম চরণ। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বুচি বাবু সানা। সিনেমাটির মাধ্যমে রাস চরণের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে যা জাহ্নবী কাপুরকে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে এস শংকর পরিচালিত রাম চরণের সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। অভিনেতাকে সবশেষ দেখা গেছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায়, সিনেমাটিতে সহ-অভিনেতা ছিলেন জুনিয়র এনটিআর।
দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা সুকামার পরিচালিত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’ মুক্তি পায় ২০১৮ সালে। এতে প্রথমবার রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যবসাসফল সিনেমাটির সিক্যুয়েল নিয়ে গত কয়েকদিন নানা গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই গুঞ্জন কি তাহলে সত্যি হতে যাচ্ছে?
আজ সোমবার রাম চরণকে নিয়ে পরিচালক সুকুমারের প্রাথমিক নাম ‘আরসি ১৭’ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। এরপর থেকেই জল্পনার শুরু, তবে কি ‘রাঙ্গাস্থালাম’ এর সিক্যুয়েল আসতে যাচ্ছে?
রাম চরণ ও সুকুমারের একে অপরকে আলিঙ্গন করার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথরি মুভি মেকার্স লিখেছে, ‘পৃথিবীকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য তেজি বাহিনী পুনরায় একত্রিত হচ্ছে। গ্লোবাল স্টার রামচরণ ও দ্য ম্যাভেরিক ডিরেক্টর সুকুমার ‘‘আরসি ১৭’’ দিয়ে ভারতীয় সিনেমায় নতুন রং যোগ করতে প্রস্তুত।’
তবে সিনেমাটিতে সামান্থা রুথ প্রভুর অন্তর্ভুক্তির সঙ্গে আর কারা থাকছেন তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। এক্সে ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় ভাইরাল। মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন রাম চরণ ও সুকুমার। একজন লিখেছেন, ‘চমৎকার কম্বো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অল দ্য বেস্ট টিম।’
কয়েক দিন আগেই, অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিপরীতে নতুন সিনেমা ‘আরসি ১৬’ এর ঘোষণা দিয়েছেন রাম চরণ। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বুচি বাবু সানা। সিনেমাটির মাধ্যমে রাস চরণের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে যা জাহ্নবী কাপুরকে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে এস শংকর পরিচালিত রাম চরণের সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। অভিনেতাকে সবশেষ দেখা গেছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায়, সিনেমাটিতে সহ-অভিনেতা ছিলেন জুনিয়র এনটিআর।
চন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৩৫ মিনিট আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৪ ঘণ্টা আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে