দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।
দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে