দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের কিছু ছবি গত মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে আহত সামান্থাকে দেখে তাঁর ভক্তদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়েছে। কয়েক দিন আগেই মায়োসাইটিস নামের এক বিরল রোগ নিয়ে শুটিংয়ে ফিরেছেন সামান্থা। ওই শুটিং থেকেই নিজের আহত অবস্থার কিছু ছবি ইনস্টাগ্রামে গতকাল শেয়ার করেন তিনি।
আহত হাতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘গোটা দুনিয়ার কাছে এগুলো ক্ষত হতে পারে, কিন্তু আমাদের কাছে তা গয়নার মতো।’
ইতিমধ্যে সামান্থার আহত হাতের ছবির স্ক্রিনশট শেয়ার করে অনেক ভক্ত সামান্থার প্রশংসা করেছেন। এমন রোগের সঙ্গে সামান্থার লড়াইয়ের মধ্যেও তাঁর এই আত্মনিয়োগ আসলেই প্রশংসার দাবি রাখে।
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় ইউনিভার্সের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সামান্থা। এবার তাঁর সঙ্গে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সিরিজটি পরিচালনা করবেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। বর্তমানে মুম্বাইয়ে এর শুটিং চলছে। এর পরবর্তী অংশের শুটিং উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে।
গত সোমবার আলোচিত সিরিজ ‘সিটাডেল’–এর হলিউড ভার্সনের ফার্স্টলুক শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে রুশো ব্রাদার্সের প্রযোজনায় সিরিজটিতে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরীতে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের কিছু ছবি গত মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে আহত সামান্থাকে দেখে তাঁর ভক্তদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়েছে। কয়েক দিন আগেই মায়োসাইটিস নামের এক বিরল রোগ নিয়ে শুটিংয়ে ফিরেছেন সামান্থা। ওই শুটিং থেকেই নিজের আহত অবস্থার কিছু ছবি ইনস্টাগ্রামে গতকাল শেয়ার করেন তিনি।
আহত হাতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘গোটা দুনিয়ার কাছে এগুলো ক্ষত হতে পারে, কিন্তু আমাদের কাছে তা গয়নার মতো।’
ইতিমধ্যে সামান্থার আহত হাতের ছবির স্ক্রিনশট শেয়ার করে অনেক ভক্ত সামান্থার প্রশংসা করেছেন। এমন রোগের সঙ্গে সামান্থার লড়াইয়ের মধ্যেও তাঁর এই আত্মনিয়োগ আসলেই প্রশংসার দাবি রাখে।
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় ইউনিভার্সের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সামান্থা। এবার তাঁর সঙ্গে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সিরিজটি পরিচালনা করবেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। বর্তমানে মুম্বাইয়ে এর শুটিং চলছে। এর পরবর্তী অংশের শুটিং উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে।
গত সোমবার আলোচিত সিরিজ ‘সিটাডেল’–এর হলিউড ভার্সনের ফার্স্টলুক শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে রুশো ব্রাদার্সের প্রযোজনায় সিরিজটিতে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরীতে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৭ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৭ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৭ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৭ ঘণ্টা আগে