ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিনই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। গতকাল বৃহস্পতিবার মুক্তির পর প্রথম দিনে সিনেমাটির আয় ৫২ কোটি রুপি ছাড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ৫২ কোটি রুপি আয়ের মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ছবিটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এই বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং তামিলনাড়ুর থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান তিরুপুর সুব্রামানিয়াম সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ‘এটি রজনীকান্তের সিনেমা। অবশ্যই, এটির সূচনা উদ্যাপনের সঙ্গেই হবে। সিনেমাটি তামিলনাড়ু জুড়ে ৯০০ পর্দায় দেখানো হচ্ছে এবং সবগুলোতেই উৎসবের রং লেগেছে।’
পিভিআর আইনক্স লিমিটেডের কো-সিইও গৌতম দত্ত বলেন, ‘“জেলার” বৈচিত্র্যময় দর্শকদের আকর্ষণ করছে। আমাদের পিভিআর আইনক্স থিয়েটারে ৫৫০টিরও বেশি পর্দায় সিনেমাটি চলছে। প্রথম দিনে ২০০০-এরও বেশি শোতে ২ লাখেরও বেশি টিকিট বিক্রির মাধ্যমে উদ্বোধনী দিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।’
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিনই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। গতকাল বৃহস্পতিবার মুক্তির পর প্রথম দিনে সিনেমাটির আয় ৫২ কোটি রুপি ছাড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ৫২ কোটি রুপি আয়ের মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ছবিটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এই বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং তামিলনাড়ুর থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান তিরুপুর সুব্রামানিয়াম সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ‘এটি রজনীকান্তের সিনেমা। অবশ্যই, এটির সূচনা উদ্যাপনের সঙ্গেই হবে। সিনেমাটি তামিলনাড়ু জুড়ে ৯০০ পর্দায় দেখানো হচ্ছে এবং সবগুলোতেই উৎসবের রং লেগেছে।’
পিভিআর আইনক্স লিমিটেডের কো-সিইও গৌতম দত্ত বলেন, ‘“জেলার” বৈচিত্র্যময় দর্শকদের আকর্ষণ করছে। আমাদের পিভিআর আইনক্স থিয়েটারে ৫৫০টিরও বেশি পর্দায় সিনেমাটি চলছে। প্রথম দিনে ২০০০-এরও বেশি শোতে ২ লাখেরও বেশি টিকিট বিক্রির মাধ্যমে উদ্বোধনী দিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।’
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে