Ajker Patrika

বাঁধনের ওয়েব সিরিজ ‘গুটি’ মুক্তি পাচ্ছে আজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিরিজ ‘গুটি’। চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একটি হলে প্রেস শো-য়ের আয়োজন করে চরকি।

‘গুটি’তে অভিনয় করেছেন— আজমেরী হক বাঁধন, শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য দেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলি। গত বছর বলেছিলাম চরকি প্রতি মাসে একটা করে সিনেমা দেবে। এ বছর আমাদের টার্গেট প্রতি মাসে অর্থাৎ ১২ মাসে ১২টি সিরিজ মুক্তি দেওয়ার। দেশে বিদেশে যত বাঙালি মানুষ তাদের জন্য বাংলা কনটেন্টের জন্য চরকি একটা আস্থাস্থল। আমাদের যে স্বপ্ন চরকি বাংলা কনটেন্টের রাজধানী হবে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

ওয়েব সিরিজ ‘গুটি’র একটি দৃশ্যে অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালক শঙ্খ বলেন, ‘বাঁধন, নাসির ভাই, জয় ভাই, মৌসুমী সবাই দুর্দান্ত অভিনেতা। বাঁধনের ডেডিকেশনে আমি মুগ্ধ। মাদক পাচারকারী নারীরা যেভাবে শরীরের মধ্যে মাদক নিয়ে পাচার করে বাঁধন সেই পরিস্থিতি বোঝার জন্য নিজের শরীরে মাদক নিয়েছিল। যেটা আপনারা সিরিজ দেখলেই বুঝবেন। এখন একটু অপেক্ষা।’

‘গুটি’ নিয়ে চরকি আয়োজিত প্রেস শো।শেষে মঞ্চে আসেন আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান, মৌসুমী হামিদসহ অন্যান্য অভিনয়শিল্পীরা। একে একে সবাই নিজেদের অনুভূতি শেয়ার করেন। বাঁধন বলেন, ‘ভেবেই আনন্দ লাগছে আমাদের এত দিন কষ্ট আজ সবাই দেখবে। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে কাজটা করেছি। আপনারা সিরিজটা দেখেন তারপর অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত