Ajker Patrika

‘দেশের মাটি’তে নতুন অতিথি

‘দেশের মাটি’তে নতুন অতিথি

এ বছরের ৪ জানুয়ারি থেকে স্টার জলসায় শুরু হয়েছিল ‘দেশের মাটি’। এই দীর্ঘ ধারাবাহিকটি এরই মধ্যে এক শ পর্ব পেরিয়েছে। গল্পে কিছুদিন আগেই বিয়ে হয়েছে কিয়ান ও নোয়ার। পেশায় শিক্ষিকা নোয়া মুখার্জির চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। তিনিই এ ধারাবাহিকের মূল চরিত্র। কিন্তু শ্রুতি হঠাৎ করোনায় আক্রান্ত হওয়ায় বিপাকে পড়ে যায় ‘দেশের মাটি’ টিম।

বাধ্য হয়ে গল্পে খানিকটা বদল এনেছিলেন চিত্রনাট্যকার। সুস্থ হয়ে যদিও শ্রুতি আবার কাজে ফিরেছেন। কিন্তু বদলে যাওয়া গল্পে দরকার পড়ছে নতুন চরিত্র, নতুন বাঁক। তাই নতুন চরিত্র যোগ হচ্ছে ‘দেশের মাটি’তে। ওই চরিত্রটি কিয়ান-নোয়ার সম্পর্কে যোগ করবে ভিন্নমাত্রা, এমনটাই জানাচ্ছেন ‘দেশের মাটি’র কাহিনিকার লীনা গাঙ্গুলি।

ধারাবাহিকটির নতুন প্রোমো প্রচার করছে স্টার জলসা। তাতে দেখা যাচ্ছে, মুখার্জি পরিবারের বড় ছেলে বিদেশ থেকে ফিরেছে। তাঁকে বরণ করছে সবাই। নোয়া তাঁকে অনুরোধ করছে- ‘জেঠুমনি, বাড়ি কিন্তু যেতেই হবে।’ বাড়িতে যেতে জেঠুমনি মানে মুখার্জি পরিবারের বড় ছেলের আপত্তি নেই। কিন্তু পেছনের কোনো একটা ঘটনা তাকে বাধা দিচ্ছে। তাই জেঠুমনির উত্তর, ‘বাবা যদি অনুমতি দেন, তবেই আমি ও বাড়িতে যাব।’ এ চরিত্রে অভিনয় করছেন শংকর চক্রবর্তী।

 বোঝাই যাচ্ছে, এটাই হবে ‘দেশের মাটি’র পরবর্তী প্রেক্ষাপট। নোয়া প্রাণপণ চেষ্টা করবে অনেক আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জেঠুমনিকে ফিরিয়ে আনতে। ‘দেশের মাটি’র পরবর্তী পর্বগুলোর ট্যাগলাইন- নোয়া কি পারবে মুখার্জি পরিবারের বড় ছেলেকে পরিবারে ফিরিয়ে আনতে?

বিদেশ থেকে শুধু বড় ছেলেই আসেনি। সঙ্গে এসেছে তার মেয়ে। এ চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সৈরিতি বন্দ্যোপাধ্যায়। ‘নাগলীলা’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসেন তিনি। এরপর ‘ঠিক যেন লাভ স্টোরি’ তে কাজ করে জনপ্রিয়তা পান তিনি। পরবর্তী সময়ে ‘বাক্সবদল’ ধারাবাহিকে টিপ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

জনপ্রিয়তার শীর্ষে থাকতেই ২০১৪ সালে বিয়ে করেন সৈরিতি। গত বছর জুনে কন্যাসন্তানের জন্ম দেন। মাতৃত্বকালীন ছুটি শেষে ‘দেশের মাটি’তে বিলেতফেরত আধুনিক মেয়ের চরিত্র দিয়ে অভিনয়ে ফিরছেন সৈরিতি। নতুন প্রোমো প্রচারের পর দর্শকেরাও মুখিয়ে আছেন নতুনভাবে সৈরিতিকে পর্দায় দেখার জন্য। ‘নিশির ডাক’–এ শেষ দেখা মিলেছে সৈরিতির। গর্ভবতী হওয়ার পর মাঝপথে এ ধারাবাহিক ছেড়ে দেন নায়িকা।

ধারাবাহিক ‘দেশের মাটি’ প্রচার হচ্ছে স্টার জলসায়, সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত