Ajker Patrika

‘মিঠাই’-এর শুটিং ফ্লোরে আগুন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৩: ৫০
‘মিঠাই’-এর শুটিং ফ্লোরে আগুন

কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।

প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।

দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।

প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত