কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।
দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।
প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।
কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।
দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।
প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১২ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১২ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১২ ঘণ্টা আগে