‘আমরা একটি বিশাল টলকিয়েনিয়ান মেগা মহাকাব্য দেখাতে চেয়েছি!’ গত বৃহস্পতিবার সান দিয়েগো কমিক-কন-এ নতুন ট্রেলার এবং ফুটেজ উন্মোচন করার সময় এমনটাই বলেছেন শোরানার প্যাট্রিক ম্যাককে।
এটি হলো অ্যামাজন প্রাইমের ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজের মিশন বর্ণনা। তুমুল জনপ্রিয় লর্ড অব দ্য রিংস-এর টিভি স্পিন-অফ বলা হচ্ছে এই সিরিজকে।
এই আনকোরা সিরিজে থাকছে—চোখ ধাঁধানো সৌন্দর্যের এলফ, বিরল নারী বামন, হবিটদের পূর্বপুরুষ, অসাধারণ চিত্তাকর্ষক সিজিআই শহর, একটি পিলে চমকানো রহস্যের ইঙ্গিত, এনটওয়াইফ এবং আশ্চর্য ব্যালরোগ।
বলা হচ্ছে, দ্য রিংস অব পাওয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল শো। পাঁচটি সিজনের জন্য খরচ করা হয়েছে ১০০ কোটি ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৯ হাজর ৪০৫ কোটি ৫২ লাখ টাকা প্রায়)। ভক্ত ও দর্শকেরা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
সবার মনেই একটা প্রশ্ন, এই নতুন সিরিজ কি পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিকে ছাড়িয়ে যেতে পারবে? যেই ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। কম্পোজারদের জন্য যেটিকে একটি বেঞ্চমার্ক বলে বিবেচনা করা হয়।
তবে নতুন সিরিজের ‘চতুর’ নির্মাতারা সেদিকে যাননি। বরং তাঁরা হবিট ফ্রোডো এবং স্যামের পৃথিবীর মধ্যাঞ্চল ভ্রমণের ৪ হাজার বছর আগের গল্প হাজির করেছেন।
এটি হলো ‘সেকেন্ড এজ’ বা ‘দ্বিতীয় যুগ’, যেখানে ২০টি ক্ষমতার আংটি ধাতু গলিয়ে বানানো হয়। আর লর্ড অব মর্ডোরের শয়তান সৌরন বহু কষ্টে অর্জিত শান্তির রাজ্যে আগ্রাসনের জন্য জেগে ওঠে।
এই গল্পের উপাদান সংগ্রহ করা হয়েছে টলকিয়েনের (জে আর আর টলকিয়েন) লর্ড অব দ্য রিংস বইয়ের পরিশিষ্ট থেকে।
এই সিরিজে নতুন কিছু চরিত্রের সমাহার রয়েছে। আসল শোয়ের কিছু ধারাবাহিকতাও এখানে পাওয়া যাবে। একটি দৃশ্যে দেখা যাবে এলরন্ড এবং বামন রাজা চতুর্থ ডুরিন পাথর ভেঙে শক্তি পরীক্ষা করছেন। টোলকিয়েনের বইয়ে সৌরনের সেনাবাহিনী গড়া এক কুৎসিত ভয়ঙ্কর জাতি অর্কদের দেখা যাবে, যারা দাসত্ব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত এলফ অ্যারোন্ডির সঙ্গে যুদ্ধরত।
এখন দেখার বিষয় দ্য রিংস অব পাওয়ার আগের ভক্তদের খুশি করার লাইনে হাঁটবে নাকি সম্পূর্ণ নতুন গল্প দর্শকদের উপহার দেবে?
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য রিংস অব পাওয়ার।
‘আমরা একটি বিশাল টলকিয়েনিয়ান মেগা মহাকাব্য দেখাতে চেয়েছি!’ গত বৃহস্পতিবার সান দিয়েগো কমিক-কন-এ নতুন ট্রেলার এবং ফুটেজ উন্মোচন করার সময় এমনটাই বলেছেন শোরানার প্যাট্রিক ম্যাককে।
এটি হলো অ্যামাজন প্রাইমের ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজের মিশন বর্ণনা। তুমুল জনপ্রিয় লর্ড অব দ্য রিংস-এর টিভি স্পিন-অফ বলা হচ্ছে এই সিরিজকে।
এই আনকোরা সিরিজে থাকছে—চোখ ধাঁধানো সৌন্দর্যের এলফ, বিরল নারী বামন, হবিটদের পূর্বপুরুষ, অসাধারণ চিত্তাকর্ষক সিজিআই শহর, একটি পিলে চমকানো রহস্যের ইঙ্গিত, এনটওয়াইফ এবং আশ্চর্য ব্যালরোগ।
বলা হচ্ছে, দ্য রিংস অব পাওয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল শো। পাঁচটি সিজনের জন্য খরচ করা হয়েছে ১০০ কোটি ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৯ হাজর ৪০৫ কোটি ৫২ লাখ টাকা প্রায়)। ভক্ত ও দর্শকেরা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
সবার মনেই একটা প্রশ্ন, এই নতুন সিরিজ কি পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিকে ছাড়িয়ে যেতে পারবে? যেই ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। কম্পোজারদের জন্য যেটিকে একটি বেঞ্চমার্ক বলে বিবেচনা করা হয়।
তবে নতুন সিরিজের ‘চতুর’ নির্মাতারা সেদিকে যাননি। বরং তাঁরা হবিট ফ্রোডো এবং স্যামের পৃথিবীর মধ্যাঞ্চল ভ্রমণের ৪ হাজার বছর আগের গল্প হাজির করেছেন।
এটি হলো ‘সেকেন্ড এজ’ বা ‘দ্বিতীয় যুগ’, যেখানে ২০টি ক্ষমতার আংটি ধাতু গলিয়ে বানানো হয়। আর লর্ড অব মর্ডোরের শয়তান সৌরন বহু কষ্টে অর্জিত শান্তির রাজ্যে আগ্রাসনের জন্য জেগে ওঠে।
এই গল্পের উপাদান সংগ্রহ করা হয়েছে টলকিয়েনের (জে আর আর টলকিয়েন) লর্ড অব দ্য রিংস বইয়ের পরিশিষ্ট থেকে।
এই সিরিজে নতুন কিছু চরিত্রের সমাহার রয়েছে। আসল শোয়ের কিছু ধারাবাহিকতাও এখানে পাওয়া যাবে। একটি দৃশ্যে দেখা যাবে এলরন্ড এবং বামন রাজা চতুর্থ ডুরিন পাথর ভেঙে শক্তি পরীক্ষা করছেন। টোলকিয়েনের বইয়ে সৌরনের সেনাবাহিনী গড়া এক কুৎসিত ভয়ঙ্কর জাতি অর্কদের দেখা যাবে, যারা দাসত্ব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত এলফ অ্যারোন্ডির সঙ্গে যুদ্ধরত।
এখন দেখার বিষয় দ্য রিংস অব পাওয়ার আগের ভক্তদের খুশি করার লাইনে হাঁটবে নাকি সম্পূর্ণ নতুন গল্প দর্শকদের উপহার দেবে?
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য রিংস অব পাওয়ার।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে