বিনোদন প্রতিবেদক, ঢাকা
অরিজিনাল ড্রামা সিরিজ ‘এ এমন পরিচয়’র ট্রেলার প্রকাশ করেছে দক্ষিণ এশীয় কনটেন্টর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । বাংলাদেশে এই প্রথম এমন দীর্ঘ সিরিজ ফরম্যাটের কনটেন্ট আনল প্ল্যাটফর্মটি। এই ফরম্যাটে প্রতিটি সিজনের ২০টি পর্ব থাকবে যা নির্দিষ্ট সময় পরপর মুক্তি পাবে।
শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর মতো দর্শক নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন সিরিজটিতে। সিরিজের কাহিনী নয়নতারাকে ঘিরে যে ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তিনি ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন এবং হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে। রোমান্টিক পলিটিক্যাল থ্রিলারের ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা পাচ্ছে।
‘সম্মিলিত শক্তি’ ভিশনটি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জিফাইভ স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান এবং মেধাবী অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে বাংলা কনটেন্ট নির্মাণ করছে। আর জিফাইভ গ্লোবালের হাত ধরে কনটেন্টগুলো পৌঁছে যাচ্ছে ১৯০টি দেশের দর্শকের সামনে।
এর আগে ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’ ও ‘যদি কিন্তু তবুও’র মতো বাংলাদেশি অরিজিনালগুলো দেশে ও দেশের বাইরে বেশ দর্শকনন্দিত হয়েছে। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টালমেন’ বিশ্বজুড়েই সাড়া ফেলেছে।
গতবছর প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ মুক্তি পাওয়ার পর দর্শকদের জিফাইভ দেখার মাত্রা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে বাংলা কনটেন্টের চাহিদাই এর কারণ।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “এ এমন পরিচয়’র ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত যা জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ হিসেবে প্রথম। আমরা সবসময়ই নতুন নতুন ঘরানা ও ধারা নিয়ে কাজ করছি এবং বেশ কয়েকটি সিজন নিয়ে নতুন এই সিরিজ ফরম্যাটটি দর্শকরা সাদরে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। ‘এ এমন পরিচয়’-এ রয়েছে জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী এবং আকর্ষণীয় এক গল্প। বিশজুড়ে আমাদের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন ফরম্যাটটি হাজির করার জন্য এটিই উপযুক্ত কনটেন্ট।”
অরিজিনাল এই ড্রামা সিরিজটির মাধ্যমে দর্শকদের জন্য বছরজুড়ে আরো নাটক, আরো রোমাঞ্চ এবং আরো অ্যাকশনধর্মী কনটেন্ট আনার প্রত্যয় ঘোষণা করল জিফাইভ।
অরিজিনাল ড্রামা সিরিজ ‘এ এমন পরিচয়’র ট্রেলার প্রকাশ করেছে দক্ষিণ এশীয় কনটেন্টর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । বাংলাদেশে এই প্রথম এমন দীর্ঘ সিরিজ ফরম্যাটের কনটেন্ট আনল প্ল্যাটফর্মটি। এই ফরম্যাটে প্রতিটি সিজনের ২০টি পর্ব থাকবে যা নির্দিষ্ট সময় পরপর মুক্তি পাবে।
শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর মতো দর্শক নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন সিরিজটিতে। সিরিজের কাহিনী নয়নতারাকে ঘিরে যে ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তিনি ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন এবং হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে। রোমান্টিক পলিটিক্যাল থ্রিলারের ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা পাচ্ছে।
‘সম্মিলিত শক্তি’ ভিশনটি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জিফাইভ স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান এবং মেধাবী অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে বাংলা কনটেন্ট নির্মাণ করছে। আর জিফাইভ গ্লোবালের হাত ধরে কনটেন্টগুলো পৌঁছে যাচ্ছে ১৯০টি দেশের দর্শকের সামনে।
এর আগে ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’ ও ‘যদি কিন্তু তবুও’র মতো বাংলাদেশি অরিজিনালগুলো দেশে ও দেশের বাইরে বেশ দর্শকনন্দিত হয়েছে। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টালমেন’ বিশ্বজুড়েই সাড়া ফেলেছে।
গতবছর প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ মুক্তি পাওয়ার পর দর্শকদের জিফাইভ দেখার মাত্রা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে বাংলা কনটেন্টের চাহিদাই এর কারণ।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “এ এমন পরিচয়’র ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত যা জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ হিসেবে প্রথম। আমরা সবসময়ই নতুন নতুন ঘরানা ও ধারা নিয়ে কাজ করছি এবং বেশ কয়েকটি সিজন নিয়ে নতুন এই সিরিজ ফরম্যাটটি দর্শকরা সাদরে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। ‘এ এমন পরিচয়’-এ রয়েছে জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী এবং আকর্ষণীয় এক গল্প। বিশজুড়ে আমাদের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন ফরম্যাটটি হাজির করার জন্য এটিই উপযুক্ত কনটেন্ট।”
অরিজিনাল এই ড্রামা সিরিজটির মাধ্যমে দর্শকদের জন্য বছরজুড়ে আরো নাটক, আরো রোমাঞ্চ এবং আরো অ্যাকশনধর্মী কনটেন্ট আনার প্রত্যয় ঘোষণা করল জিফাইভ।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৯ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১০ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১০ ঘণ্টা আগে