আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে বহুল প্রত্যাশিত সিরিজ মহানগরের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর ট্রেলার। আশফাক নিপুন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল। সিরিজটির প্রথম সিজন মুক্তির পর সাধারণ দর্শকের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক সমাদৃত হয়েছিল এটি। এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে এই মহানগরের এক রাতে ঘটে যাওয়া অনেকগুলো গল্প দেখা গিয়েছিল, কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় ছিল দর্শক।
প্রথম সিজনে গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর ২’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, পুলিশের দুর্নীতি এবং ওপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ আটকা পড়ে নানা ধরনের ফন্দিতে। ন্যায়-অন্যায়ের জীর্ণ জালে যখন চুনোপুঁটি আর রাগববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়নে, ঠিক সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুনের। ওসি হারুনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও কারাগার খ্যাত দিব্য জ্যোতিসহ আরও অনেকে।
‘মহানগর-২’-এর ট্রেলার মুক্তি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় চরিত্র। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২-এর গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলার কেবল তার ছোট্ট একটি ঝলক। হইচইতে সিরিজটি স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু বলতে পারব না। তবে বলতে পারি, ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে, তা দর্শক অবশ্যই পছন্দ করবেন।’
পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শক সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত। এবারই প্রথম হইচই বাংলাদেশ থেকে একটি শোর দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি, আমরা দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প ও বিনোদন দিতে পারব, যা তাদের প্রাপ্য। আমিও বাকি সবার মতো এক্সাইটেড এবং নার্ভাস। শেষ ভালো যার সব ভালো তার, আশা করছি সব ভালো হবে।’
আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে বহুল প্রত্যাশিত সিরিজ মহানগরের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর ট্রেলার। আশফাক নিপুন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল। সিরিজটির প্রথম সিজন মুক্তির পর সাধারণ দর্শকের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক সমাদৃত হয়েছিল এটি। এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে এই মহানগরের এক রাতে ঘটে যাওয়া অনেকগুলো গল্প দেখা গিয়েছিল, কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় ছিল দর্শক।
প্রথম সিজনে গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর ২’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, পুলিশের দুর্নীতি এবং ওপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ আটকা পড়ে নানা ধরনের ফন্দিতে। ন্যায়-অন্যায়ের জীর্ণ জালে যখন চুনোপুঁটি আর রাগববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়নে, ঠিক সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুনের। ওসি হারুনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও কারাগার খ্যাত দিব্য জ্যোতিসহ আরও অনেকে।
‘মহানগর-২’-এর ট্রেলার মুক্তি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় চরিত্র। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২-এর গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলার কেবল তার ছোট্ট একটি ঝলক। হইচইতে সিরিজটি স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু বলতে পারব না। তবে বলতে পারি, ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে, তা দর্শক অবশ্যই পছন্দ করবেন।’
পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শক সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত। এবারই প্রথম হইচই বাংলাদেশ থেকে একটি শোর দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি, আমরা দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প ও বিনোদন দিতে পারব, যা তাদের প্রাপ্য। আমিও বাকি সবার মতো এক্সাইটেড এবং নার্ভাস। শেষ ভালো যার সব ভালো তার, আশা করছি সব ভালো হবে।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৯ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৯ ঘণ্টা আগে