দুই সিজনের তুমুল সাড়ার পর, ‘পঞ্চায়েত সিজন ৩’ এর জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখের ঘোষণা এল। আমাজন প্রাইম জানিয়েছে, চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।
কদিন আগেই নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ জানানোর পর থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে বিষয়টি।
গত বছরের ৯ ডিসেম্বর ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।
ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় আমাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।
দুই সিজনের তুমুল সাড়ার পর, ‘পঞ্চায়েত সিজন ৩’ এর জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখের ঘোষণা এল। আমাজন প্রাইম জানিয়েছে, চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।
কদিন আগেই নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ জানানোর পর থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে বিষয়টি।
গত বছরের ৯ ডিসেম্বর ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।
ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় আমাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
২ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে