Ajker Patrika

পঞ্চায়েত সিরিজের নতুন সিজন মুক্তির তারিখ ঘোষণা

পঞ্চায়েত সিরিজের নতুন সিজন মুক্তির তারিখ ঘোষণা

দুই সিজনের তুমুল সাড়ার পর, ‘পঞ্চায়েত সিজন ৩’ এর জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখের ঘোষণা এল। আমাজন প্রাইম জানিয়েছে, চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।

কদিন আগেই নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ জানানোর পর থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে বিষয়টি।

চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। ছবি: সংগৃহীতগত বছরের ৯ ডিসেম্বর ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় আমাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত