ঢাকা: কলকাতার মেয়ে দেবাদৃতা বসু। মাত্র আট বছর বয়সে নাটকের মঞ্চে ওঠেন তিনি। দেবাদৃতার বাবা মঞ্চ নাটকের অভিনেতা ছিলেন। বাবার হাত ধরেই ‘হযবরল’ নাট্যদলে অভিনয় শুরু করেন। শেখেন নাচও। বাবার ইচ্ছাতেই জি বাংলায় অডিশন দিতে আসেন দেবাদৃতা। তখন তাঁর স্কুলবয়স।
জি বাংলা তখন নতুন ধারাবাহিকের পরিকল্পনা করছে। এক মহিলা ফুটবল খেলোয়াড়ের গল্প। নাম ‘জয়ী’। প্রথম অডিশনেই বাজিমাত করেন দেবাদৃতা। সুযোগ পেয়ে যান ‘জয়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করার। টিভিপর্দায় দেবাদৃতার সেই শুরু।
‘জয়ী’র দীর্ঘ পথচলায় দর্শকদের কাছে তাঁর পরিচিতি বাড়ে। তৈরি হয় ভক্তশ্রেণি। এ ধারাবাহিক শেষ করে যুক্ত হন ‘আলো ছায়া’য়। দুই বোনের গল্প নিয়ে নির্মিত ‘আলো ছায়া’ দেবাদৃতার জনপ্রিয়তা আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। কয়েক সপ্তাহ আগে শেষ হয়েছে ধারাবাহিকটি।
পরপর দুইটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন দেবাদৃতা। চেয়েছিলেন, ‘একটু বিরতি চাই এবার।’ কিন্তু ছুটি সে তো সোনার হরিণ! বিশেষ করে যখন তিনি টিভিপর্দার জনপ্রিয় মুখ। দেবাদৃতাকে তাই এবার দেখা গেল অন্য চ্যানেলে, স্টার জলসায়। কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে।
দেবাদৃতা এবার মীরাবাঈ। রাজস্থান অঞ্চলের অধিবাসী ছিলেন মীরাবাঈ। বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্ত ধারার প্রধান ব্যক্তিত্বদের অন্যতম তিনি। যোধপুর শহরের প্রতিষ্ঠাতা মান্দোরের রাও যোধার নাতনি ছিলেন রাজকুমারী মীরা। ছোট থেকেই ছিলেন কৃষ্ণভক্ত। মাত্র ২০ বছর বয়সে বিধবা হন। তখন থেকে কৃষ্ণনাম জপ করেই দিন কাটত।
কথিত আছে, পরবর্তীতে রবিদাসের শিষ্যত্ব গ্রহণ করে বৃন্দাবনে চলে যান মীরাবাঈ। বারো শ থেকে তের শ ভজন রচনা করেছিলেন তিনি। এই গানগুলো সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে।
ইতিহাসের পাতা থেকে সেই গল্পই এবার উঠে আসছে ধারাবাহিকে। নাম ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। শনিবার এর প্রোমো প্রকাশ করা হয়েছে। এতে মীরাবাঈ রূপে ধরা দিলেন দেবাদৃতা। যদিও কৃষ্ণ-মীরার কাহিনি টিভিপর্দায় নতুন নয়। হিন্দি ধারাবাহিকে বহুবার উঠে এসেছে এই প্লেটোনিক প্রেমের গল্প।
‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’য় তাঁর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার ‘ভুতু’, শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়। কৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন প্রারব্ধি সিংহ। এর আগে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে শুভর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
স্টার জলসায় আগামী মে মাস থেকে প্রচার হবে ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’।
সূত্র: বলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া।
ঢাকা: কলকাতার মেয়ে দেবাদৃতা বসু। মাত্র আট বছর বয়সে নাটকের মঞ্চে ওঠেন তিনি। দেবাদৃতার বাবা মঞ্চ নাটকের অভিনেতা ছিলেন। বাবার হাত ধরেই ‘হযবরল’ নাট্যদলে অভিনয় শুরু করেন। শেখেন নাচও। বাবার ইচ্ছাতেই জি বাংলায় অডিশন দিতে আসেন দেবাদৃতা। তখন তাঁর স্কুলবয়স।
জি বাংলা তখন নতুন ধারাবাহিকের পরিকল্পনা করছে। এক মহিলা ফুটবল খেলোয়াড়ের গল্প। নাম ‘জয়ী’। প্রথম অডিশনেই বাজিমাত করেন দেবাদৃতা। সুযোগ পেয়ে যান ‘জয়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করার। টিভিপর্দায় দেবাদৃতার সেই শুরু।
‘জয়ী’র দীর্ঘ পথচলায় দর্শকদের কাছে তাঁর পরিচিতি বাড়ে। তৈরি হয় ভক্তশ্রেণি। এ ধারাবাহিক শেষ করে যুক্ত হন ‘আলো ছায়া’য়। দুই বোনের গল্প নিয়ে নির্মিত ‘আলো ছায়া’ দেবাদৃতার জনপ্রিয়তা আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। কয়েক সপ্তাহ আগে শেষ হয়েছে ধারাবাহিকটি।
পরপর দুইটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন দেবাদৃতা। চেয়েছিলেন, ‘একটু বিরতি চাই এবার।’ কিন্তু ছুটি সে তো সোনার হরিণ! বিশেষ করে যখন তিনি টিভিপর্দার জনপ্রিয় মুখ। দেবাদৃতাকে তাই এবার দেখা গেল অন্য চ্যানেলে, স্টার জলসায়। কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে।
দেবাদৃতা এবার মীরাবাঈ। রাজস্থান অঞ্চলের অধিবাসী ছিলেন মীরাবাঈ। বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্ত ধারার প্রধান ব্যক্তিত্বদের অন্যতম তিনি। যোধপুর শহরের প্রতিষ্ঠাতা মান্দোরের রাও যোধার নাতনি ছিলেন রাজকুমারী মীরা। ছোট থেকেই ছিলেন কৃষ্ণভক্ত। মাত্র ২০ বছর বয়সে বিধবা হন। তখন থেকে কৃষ্ণনাম জপ করেই দিন কাটত।
কথিত আছে, পরবর্তীতে রবিদাসের শিষ্যত্ব গ্রহণ করে বৃন্দাবনে চলে যান মীরাবাঈ। বারো শ থেকে তের শ ভজন রচনা করেছিলেন তিনি। এই গানগুলো সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে।
ইতিহাসের পাতা থেকে সেই গল্পই এবার উঠে আসছে ধারাবাহিকে। নাম ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। শনিবার এর প্রোমো প্রকাশ করা হয়েছে। এতে মীরাবাঈ রূপে ধরা দিলেন দেবাদৃতা। যদিও কৃষ্ণ-মীরার কাহিনি টিভিপর্দায় নতুন নয়। হিন্দি ধারাবাহিকে বহুবার উঠে এসেছে এই প্লেটোনিক প্রেমের গল্প।
‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’য় তাঁর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার ‘ভুতু’, শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়। কৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন প্রারব্ধি সিংহ। এর আগে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে শুভর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
স্টার জলসায় আগামী মে মাস থেকে প্রচার হবে ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’।
সূত্র: বলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৩ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৩ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৩ ঘণ্টা আগে