Ajker Patrika

টিভিপর্দার পাঁচ জনপ্রিয় বউ

টিভিপর্দার পাঁচ জনপ্রিয় বউ

গৃহবধু চরিত্র টিভি ধারাবাহিকে খুব গুরুত্বপূর্ণ। মুলত ধারাবাহিকের জনপ্রিয়তা, ঘটনার উত্থান–পতন অনেকটা নির্ভর করে এ চরিত্রগুলোর ওপর। পাঁচ অভিনেত্রী যাঁরা এ মুহূর্তে গৃহবধুর চরিত্রে ভীষণ জনপ্রিয়।

রুপালি গাঙ্গুলি

স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’। দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকা এ ধারাবাহিকের মূল চরিত্র অনুপমা হয়েছেন রুপালি গাঙ্গুলি। অনুপমা গৃহবধু। নিজেকে উৎসর্গ করে দিয়েছে সংসারের প্রয়োজনে। পরিবারের সবার দরকার মেটাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে সে। নিজের পছন্দ-অপছন্দ চাওয়া-পাওয়া সবকিছু ভুলে যায়, অন্যের চাওয়া পূরণ করতে গিয়ে। একপর্যায়ে অনুপমার বোধ জাগে, কী করছে সে! এ সংসারে তাঁর গুরুত্ব কতোটা! অবশেষে অনুপমার ভালোবাসা জাগে নিজের প্রতি। নিজের কাজ ও স্বীকৃতির দিকে মন দেয় সে।

 

 শিবাঙ্গি জোসিশিবাঙ্গি জোসি

স্টার প্লাসের আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেহেলাতাহে’। ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র নাইরা। কমবয়সি গৃহবধু। কিন্তু অনেক কিছু শেখার আছে তাঁর কাছ থেকে। অনেকের কাছেই নাইরা হয়ে উঠেছে অনুপ্রেরণার নাম। একদিকে সে সংসারের সবার প্রতি দারুণ যত্নশীল। অন্যদিকে যত্ন আছে নিজের প্রতিও। নিজের শখ-ইচ্ছা-স্বপ্ন ভুলে যায়নি নাইরা, সংসার করতে গিয়ে। নাচের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। স্বপ্ন দেখে একদিন নাচ দিয়েই জয় করবে মানুষের মন।

 

 আয়েশা সিংআয়েশা সিং

‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ ধারাবাহিকের অন্যতম চরিত্র সাঁই। সে তরুণী গৃহবধু। সাহসী। নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে ষোলআনা। সবাইকে সম্মান করে সাঁই। কিন্তু সবচেয়ে বেশি সম্মান করে নিজেকে। এ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আয়েশা সিং। ‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ ধারাবাহিক প্রচার হয় স্টার প্লাসে।

 

 শ্রদ্ধা আরিয়াশ্রদ্ধা আরিয়া

একতা কাপুর প্রযোজিত রোমান্টিক ড্রামা সিরিয়াল ‘কুন্ডলি ভাগ্য’। ২০১৭ সালের জুলাই থেকে জি টিভিতে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এতে প্রীতা অরোরা চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা আরিয়া। টিভিপর্দায় তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে চরিত্রটি। প্রীতা অরোরা এমন এক গৃহবধু, যে জানে কীভাবে নিজেকে রক্ষা করতে হয়। যখন কেউ তাঁকে অপমান করার চেষ্টা করে, ওই পরিস্থিতি কীভাবে নিজের অনুকূলে আনতে হয়, প্রীতা কাছ থেকে শিখতে পারে দর্শক। পরিবারের যে কোনো দরকারে, সে থাকে পাশে। এসব গুণ প্রীতাকে দর্শকপ্রিয় করে তুলেছে।

 

 স্মৃতি ঝাস্মৃতি ঝা

২০০৪ সালে জি টিভিতে প্রচার শুরু হয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’। দীর্ঘ সাত বছর পর ধারাবাহিকটি এখনও সমান দর্শকপ্রিয়। এর অন্যতম চরিত্র প্রজ্ঞা, একজন শান্ত-সুবোধ গৃহবধু। কিন্তু এ মেয়েই আমূল পাল্টে যায়, যখন তাঁকে স্বামীর কাছ থেকে দূরে রাখা ষড়যন্ত্র চলে। প্রজ্ঞা গরীব ঘরের মেয়ে। অতোটা আধুনিক নয়। এ অপরাধে প্রজ্ঞার শ্বশুরবাড়ির লোকেরা নানাভাবে চেষ্টা করে, সংসার থেকে তাঁকে তাড়ানোর। কিন্তু সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শান্ত-সুবোধ মেয়ে প্রজ্ঞা। স্মৃতি ঝা অভিনয় করছেন এ চরিত্রে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত