স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’। দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকা এ ধারাবাহিকের মূল চরিত্র অনুপমা হয়েছেন রুপালি গাঙ্গুলি। অনুপমা গৃহবধু। নিজেকে উৎসর্গ করে দিয়েছে সংসারের প্রয়োজনে। পরিবারের সবার দরকার মেটাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে সে। নিজের পছন্দ-অপছন্দ চাওয়া-পাওয়া সবকিছু ভুলে যায়, অন্যের চাওয়া পূরণ করতে গিয়ে। একপর্যায়ে অনুপমার বোধ জাগে, কী করছে সে! এ সংসারে তাঁর গুরুত্ব কতোটা! অবশেষে অনুপমার ভালোবাসা জাগে নিজের প্রতি। নিজের কাজ ও স্বীকৃতির দিকে মন দেয় সে।
স্টার প্লাসের আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেহেলাতাহে’। ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র নাইরা। কমবয়সি গৃহবধু। কিন্তু অনেক কিছু শেখার আছে তাঁর কাছ থেকে। অনেকের কাছেই নাইরা হয়ে উঠেছে অনুপ্রেরণার নাম। একদিকে সে সংসারের সবার প্রতি দারুণ যত্নশীল। অন্যদিকে যত্ন আছে নিজের প্রতিও। নিজের শখ-ইচ্ছা-স্বপ্ন ভুলে যায়নি নাইরা, সংসার করতে গিয়ে। নাচের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। স্বপ্ন দেখে একদিন নাচ দিয়েই জয় করবে মানুষের মন।
‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ ধারাবাহিকের অন্যতম চরিত্র সাঁই। সে তরুণী গৃহবধু। সাহসী। নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে ষোলআনা। সবাইকে সম্মান করে সাঁই। কিন্তু সবচেয়ে বেশি সম্মান করে নিজেকে। এ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আয়েশা সিং। ‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ ধারাবাহিক প্রচার হয় স্টার প্লাসে।
একতা কাপুর প্রযোজিত রোমান্টিক ড্রামা সিরিয়াল ‘কুন্ডলি ভাগ্য’। ২০১৭ সালের জুলাই থেকে জি টিভিতে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এতে প্রীতা অরোরা চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা আরিয়া। টিভিপর্দায় তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে চরিত্রটি। প্রীতা অরোরা এমন এক গৃহবধু, যে জানে কীভাবে নিজেকে রক্ষা করতে হয়। যখন কেউ তাঁকে অপমান করার চেষ্টা করে, ওই পরিস্থিতি কীভাবে নিজের অনুকূলে আনতে হয়, প্রীতা কাছ থেকে শিখতে পারে দর্শক। পরিবারের যে কোনো দরকারে, সে থাকে পাশে। এসব গুণ প্রীতাকে দর্শকপ্রিয় করে তুলেছে।
২০০৪ সালে জি টিভিতে প্রচার শুরু হয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’। দীর্ঘ সাত বছর পর ধারাবাহিকটি এখনও সমান দর্শকপ্রিয়। এর অন্যতম চরিত্র প্রজ্ঞা, একজন শান্ত-সুবোধ গৃহবধু। কিন্তু এ মেয়েই আমূল পাল্টে যায়, যখন তাঁকে স্বামীর কাছ থেকে দূরে রাখা ষড়যন্ত্র চলে। প্রজ্ঞা গরীব ঘরের মেয়ে। অতোটা আধুনিক নয়। এ অপরাধে প্রজ্ঞার শ্বশুরবাড়ির লোকেরা নানাভাবে চেষ্টা করে, সংসার থেকে তাঁকে তাড়ানোর। কিন্তু সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শান্ত-সুবোধ মেয়ে প্রজ্ঞা। স্মৃতি ঝা অভিনয় করছেন এ চরিত্রে।
স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’। দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকা এ ধারাবাহিকের মূল চরিত্র অনুপমা হয়েছেন রুপালি গাঙ্গুলি। অনুপমা গৃহবধু। নিজেকে উৎসর্গ করে দিয়েছে সংসারের প্রয়োজনে। পরিবারের সবার দরকার মেটাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে সে। নিজের পছন্দ-অপছন্দ চাওয়া-পাওয়া সবকিছু ভুলে যায়, অন্যের চাওয়া পূরণ করতে গিয়ে। একপর্যায়ে অনুপমার বোধ জাগে, কী করছে সে! এ সংসারে তাঁর গুরুত্ব কতোটা! অবশেষে অনুপমার ভালোবাসা জাগে নিজের প্রতি। নিজের কাজ ও স্বীকৃতির দিকে মন দেয় সে।
স্টার প্লাসের আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেহেলাতাহে’। ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র নাইরা। কমবয়সি গৃহবধু। কিন্তু অনেক কিছু শেখার আছে তাঁর কাছ থেকে। অনেকের কাছেই নাইরা হয়ে উঠেছে অনুপ্রেরণার নাম। একদিকে সে সংসারের সবার প্রতি দারুণ যত্নশীল। অন্যদিকে যত্ন আছে নিজের প্রতিও। নিজের শখ-ইচ্ছা-স্বপ্ন ভুলে যায়নি নাইরা, সংসার করতে গিয়ে। নাচের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। স্বপ্ন দেখে একদিন নাচ দিয়েই জয় করবে মানুষের মন।
‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ ধারাবাহিকের অন্যতম চরিত্র সাঁই। সে তরুণী গৃহবধু। সাহসী। নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে ষোলআনা। সবাইকে সম্মান করে সাঁই। কিন্তু সবচেয়ে বেশি সম্মান করে নিজেকে। এ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আয়েশা সিং। ‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ ধারাবাহিক প্রচার হয় স্টার প্লাসে।
একতা কাপুর প্রযোজিত রোমান্টিক ড্রামা সিরিয়াল ‘কুন্ডলি ভাগ্য’। ২০১৭ সালের জুলাই থেকে জি টিভিতে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এতে প্রীতা অরোরা চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা আরিয়া। টিভিপর্দায় তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে চরিত্রটি। প্রীতা অরোরা এমন এক গৃহবধু, যে জানে কীভাবে নিজেকে রক্ষা করতে হয়। যখন কেউ তাঁকে অপমান করার চেষ্টা করে, ওই পরিস্থিতি কীভাবে নিজের অনুকূলে আনতে হয়, প্রীতা কাছ থেকে শিখতে পারে দর্শক। পরিবারের যে কোনো দরকারে, সে থাকে পাশে। এসব গুণ প্রীতাকে দর্শকপ্রিয় করে তুলেছে।
২০০৪ সালে জি টিভিতে প্রচার শুরু হয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’। দীর্ঘ সাত বছর পর ধারাবাহিকটি এখনও সমান দর্শকপ্রিয়। এর অন্যতম চরিত্র প্রজ্ঞা, একজন শান্ত-সুবোধ গৃহবধু। কিন্তু এ মেয়েই আমূল পাল্টে যায়, যখন তাঁকে স্বামীর কাছ থেকে দূরে রাখা ষড়যন্ত্র চলে। প্রজ্ঞা গরীব ঘরের মেয়ে। অতোটা আধুনিক নয়। এ অপরাধে প্রজ্ঞার শ্বশুরবাড়ির লোকেরা নানাভাবে চেষ্টা করে, সংসার থেকে তাঁকে তাড়ানোর। কিন্তু সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শান্ত-সুবোধ মেয়ে প্রজ্ঞা। স্মৃতি ঝা অভিনয় করছেন এ চরিত্রে।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৩ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৩ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৩ ঘণ্টা আগে