অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১২ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১২ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১২ ঘণ্টা আগে