অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৬ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
৭ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে