Ajker Patrika

শেষ হচ্ছে ‘দেশের মাটি’, আসছে নতুন সিরিয়াল

বিনোদন ডেস্ক
Thumbnail image

টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।

কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’

‘দেশের মাটি’ সিরিয়ালের কলাকুশলীরাদেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।

দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত