টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।
কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’
দেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।
দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।
টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।
কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’
দেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।
দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৯ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১১ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১১ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে