Ajker Patrika

আগামীকাল আসছে নিশো-মেহ্জাবীনের প্রথম ওয়েব ফিল্ম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামীকাল আসছে নিশো-মেহ্জাবীনের প্রথম ওয়েব ফিল্ম

দেশখ্যাত গায়ক সোহেল হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হয় তারই পুরোনো বন্ধু সিআইডি অফিসার রাশেদ। সন্দেহের তালিকায় থাকে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেকেই। রাশেদের তদন্তে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।

এই একটি হত্যাকাণ্ডকে ঘিরে চলতে থাকে রোমান্টিক থ্রিলার ঘরানার ফিল্ম ‘রেডরাম’-এর গল্প। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটি।

এরই মধ্যে রেডরাম-এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। আলোচনা হচ্ছে আফরান নিশো ও মেহ্জাবীনের লুক নিয়েও।

নিজের প্রথম ওয়েব ফিল্ম মুক্তির খবরে ভীষণ উচ্ছ্বসিত মেহ্জাবীন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করব না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি, শুধু নাটকের কথা বলেছি। আমি তখন ফিল্মের প্রস্তুতি নিচ্ছিলাম। রেডরাম-এ আমার লুকেও বদল আনতে হয়েছে।’

‘রেডরাম’ সিনেমার দৃশ্যে মেহ্জাবীন‘রেডরাম’ সিনেমায় ডিবি অফিসার রাশেদ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি।’

রেডরাম-এ নিশো ও মেহ্জাবীন ছাড়াও দেখা যাবে মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও মুকুল সিরাজকে।

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার ঘরানা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটি ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে গল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটি দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবেন।’

দেখুন ‘রেডরাম’-এর ট্রেলার:

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত