Ajker Patrika

২০০ কোটি রুপির ‘হীরামান্ডি’তে কত কোটির গয়না পরলেন অভিনেত্রীরা

২০০ কোটি রুপির ‘হীরামান্ডি’তে কত কোটির গয়না পরলেন অভিনেত্রীরা

‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।

‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!

এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।

সিরিজটিতে লাজোর চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। ছবি: ইনস্টাগ্রাম‘হীরামান্ডি’র ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে। সিরিজটিতে ‘লাজোর’ নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গেছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, সেগুলোর বাজার দর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’

সিরিজটিতে ‘বিবোজান’ চরিত্রে দেখা গেছে অদিতি রাও হায়দারিকে। ছবি: ইনস্টাগ্রামআটটি এপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত