‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।
‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!
এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।
‘হীরামান্ডি’র ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে। সিরিজটিতে ‘লাজোর’ নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গেছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, সেগুলোর বাজার দর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’
আটটি এপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।
‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।
‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!
এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।
‘হীরামান্ডি’র ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে। সিরিজটিতে ‘লাজোর’ নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানেই মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সাজতে দেখা গেছে রিচাকে। সেই সব গয়না ছিল আসল, সেগুলোর বাজার দর কেমন, জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’
আটটি এপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
২ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে