নির্মাতা আদনান আল রাজীব মূলত বিজ্ঞাপন বানান। তবে টিভি ফিকশনেও জুড়ি নেই তাঁর। এর আগে তাঁর বানানো কয়েকটি টেলিফিল্ম সাড়া ফেলেছিল। এ প্রজন্মের প্রশংসিত এই নির্মাতা এবার আসছেন তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’ নিয়ে।
নির্মাতা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার কিছু বিতর্কিত বিষয় নিয়েই নির্মিত হয়েছে ‘ইউটিউমার’। অন্তর্জালে কেউ রাতারাতি হয়ে উঠতে পারে তারকা, আবার মুহূর্তেই নেমে যেতে পারে জনপ্রিয়তার তলানিতে। সেই বার্তাই দেওয়া হচ্ছে ওয়েব ফিল্মটিতে। ভার্চুয়াল জগৎ ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ, সেসব নিয়েই ‘ইউটিউমার’ -এর গল্প। তবে নির্মাণ ও গল্প বলার কৌশলে থাকছে ভিন্নতা।
‘ইউটিউমার’-এর মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সংগীত পরিচালক প্রীতম হাসান। এ ছাড়াও আছেন শরাফ আহমেদ জীবন, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির, তাহসিনেশন, গাউসুল আলম শাওনসহ অনেকেই।
নির্মাতা আদনান আল রাজীব বলেছেন, ‘মানুষের শরীরে যেমন টিউমার হলে কেটে ফেলে দিতে হয়। তেমনি প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টা চলে আসে। ইউটিউবে এমন অনেকেই কনটেন্ট বানিয়ে রাতারাতি বিখ্যাত হয়েছেন, যাঁদের কাজ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাঁদেরই বলা হয়েছে ইউটিউমার।’
গতকাল এ ওয়েব ফিল্মের ট্রেলার মুক্তি পেয়েছে। ঈদের দিন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে দেখা যাবে এটি।
নির্মাতা আদনান আল রাজীব মূলত বিজ্ঞাপন বানান। তবে টিভি ফিকশনেও জুড়ি নেই তাঁর। এর আগে তাঁর বানানো কয়েকটি টেলিফিল্ম সাড়া ফেলেছিল। এ প্রজন্মের প্রশংসিত এই নির্মাতা এবার আসছেন তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’ নিয়ে।
নির্মাতা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার কিছু বিতর্কিত বিষয় নিয়েই নির্মিত হয়েছে ‘ইউটিউমার’। অন্তর্জালে কেউ রাতারাতি হয়ে উঠতে পারে তারকা, আবার মুহূর্তেই নেমে যেতে পারে জনপ্রিয়তার তলানিতে। সেই বার্তাই দেওয়া হচ্ছে ওয়েব ফিল্মটিতে। ভার্চুয়াল জগৎ ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ, সেসব নিয়েই ‘ইউটিউমার’ -এর গল্প। তবে নির্মাণ ও গল্প বলার কৌশলে থাকছে ভিন্নতা।
‘ইউটিউমার’-এর মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সংগীত পরিচালক প্রীতম হাসান। এ ছাড়াও আছেন শরাফ আহমেদ জীবন, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির, তাহসিনেশন, গাউসুল আলম শাওনসহ অনেকেই।
নির্মাতা আদনান আল রাজীব বলেছেন, ‘মানুষের শরীরে যেমন টিউমার হলে কেটে ফেলে দিতে হয়। তেমনি প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টা চলে আসে। ইউটিউবে এমন অনেকেই কনটেন্ট বানিয়ে রাতারাতি বিখ্যাত হয়েছেন, যাঁদের কাজ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাঁদেরই বলা হয়েছে ইউটিউমার।’
গতকাল এ ওয়েব ফিল্মের ট্রেলার মুক্তি পেয়েছে। ঈদের দিন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে দেখা যাবে এটি।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৫ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৫ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৫ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে