একসময় সজলের পরিচয় ছিল রোমান্টিক বয় হিসেবে। এভাবেই তাঁকে পর্দায় দেখে অভ্যস্ত ছিল দর্শক। কয়েক বছর ধরে সজল চেষ্টা করছেন নিজেকে ভেঙে গড়ার। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রয়িংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে এনেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার—সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। গত বছর তিনি প্রশংসিত হন ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’-এ অভিনয় করে। এটি ছিল সজল অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রথম ছবির সাফল্যের পর আবারও ওয়েব ফিল্মে মুখ দেখাতে যাচ্ছেন সজল। অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘দোলাচল’-এ।
কয়েক দিন আগে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সজল। তবে কাজ শেষ হয়নি এখনো। শুটিং আরও বাকি আছে। দোলাচল-এ সজলের সঙ্গী হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও অপর্ণা ঘোষ। ছবিটি বানাচ্ছেন আরিফ খান।
গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অপর্ণা ঘোষ। দোলাচল দিয়ে বড় আয়োজনের কোনো কাজে ফেরা হচ্ছে তাঁর। আর নওশাবা তো নাটক-সিনেমা-ওয়েব কনটেন্ট সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন সমানতালে। এই তিনজনের কেমিস্ট্রি গল্পে নতুন মাত্রা যোগ করবে, আশা নির্মাতার।
কী নিয়ে দোলাচল-এর গল্প? খানিকটা জানা গেল নওশাবার মুখ থেকে, ‘গল্পের ধরনটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। এটা সম্পর্কের গল্প। এ ছবির প্রতিটি চরিত্র দোলাচলে থাকে সবকিছু নিয়ে। সম্পর্ক নিয়ে নির্দিষ্ট কোনো অবস্থানে পৌঁছতে পারে না। এই সময়ে এসে বাস্তব জীবনেও এই সংকটে প্রায় প্রত্যেকে ভুগছে।’
দোলাচল-এর শুটিং হয়েছে রাজধানীর মিরপুরে। সজল, নওশাবা, অপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।
একসময় সজলের পরিচয় ছিল রোমান্টিক বয় হিসেবে। এভাবেই তাঁকে পর্দায় দেখে অভ্যস্ত ছিল দর্শক। কয়েক বছর ধরে সজল চেষ্টা করছেন নিজেকে ভেঙে গড়ার। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রয়িংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে এনেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার—সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। গত বছর তিনি প্রশংসিত হন ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’-এ অভিনয় করে। এটি ছিল সজল অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রথম ছবির সাফল্যের পর আবারও ওয়েব ফিল্মে মুখ দেখাতে যাচ্ছেন সজল। অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘দোলাচল’-এ।
কয়েক দিন আগে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সজল। তবে কাজ শেষ হয়নি এখনো। শুটিং আরও বাকি আছে। দোলাচল-এ সজলের সঙ্গী হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও অপর্ণা ঘোষ। ছবিটি বানাচ্ছেন আরিফ খান।
গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অপর্ণা ঘোষ। দোলাচল দিয়ে বড় আয়োজনের কোনো কাজে ফেরা হচ্ছে তাঁর। আর নওশাবা তো নাটক-সিনেমা-ওয়েব কনটেন্ট সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন সমানতালে। এই তিনজনের কেমিস্ট্রি গল্পে নতুন মাত্রা যোগ করবে, আশা নির্মাতার।
কী নিয়ে দোলাচল-এর গল্প? খানিকটা জানা গেল নওশাবার মুখ থেকে, ‘গল্পের ধরনটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। এটা সম্পর্কের গল্প। এ ছবির প্রতিটি চরিত্র দোলাচলে থাকে সবকিছু নিয়ে। সম্পর্ক নিয়ে নির্দিষ্ট কোনো অবস্থানে পৌঁছতে পারে না। এই সময়ে এসে বাস্তব জীবনেও এই সংকটে প্রায় প্রত্যেকে ভুগছে।’
দোলাচল-এর শুটিং হয়েছে রাজধানীর মিরপুরে। সজল, নওশাবা, অপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।
অনেক দিন নতুন সিনেমা নেই বাপ্পী চৌধুরীর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর খবর ছড়িয়েছে, সেখানেই স্থায়ী হচ্ছেন বাপ্পী। সিনেমায় আর দেখা যাবে না তাঁকে। ১৮ অক্টোবর দেশে ফিরেছেন বাপ্পী। তাঁকে নিয়ে তৈরি নানা গুঞ্জন সম্পর্কে জানতে তাঁর সঙ্গে কথা
১২ ঘণ্টা আগেএক যুগ ধরে টালিউডে অভিনয় করছেন জয়া আহসান। চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। জয়া মনে করেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টালিউডে অভিনয়ের সিদ্ধান্ত। বাংলাদেশে উপযুক্ত চরিত্র না পাওয়ার কারণেই তিনি ওপার বাংলায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে আলোর মুখ দেখেছে আরও পাঁচ সিনেমা। আগামী শুক্রবারও আসছে নতুন সিনেমা। ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কন্যা’ নামের সিনেমাটি।
১২ ঘণ্টা আগেআইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
১ দিন আগে