একসময় সজলের পরিচয় ছিল রোমান্টিক বয় হিসেবে। এভাবেই তাঁকে পর্দায় দেখে অভ্যস্ত ছিল দর্শক। কয়েক বছর ধরে সজল চেষ্টা করছেন নিজেকে ভেঙে গড়ার। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রয়িংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে এনেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার—সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। গত বছর তিনি প্রশংসিত হন ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’-এ অভিনয় করে। এটি ছিল সজল অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রথম ছবির সাফল্যের পর আবারও ওয়েব ফিল্মে মুখ দেখাতে যাচ্ছেন সজল। অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘দোলাচল’-এ।
কয়েক দিন আগে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সজল। তবে কাজ শেষ হয়নি এখনো। শুটিং আরও বাকি আছে। দোলাচল-এ সজলের সঙ্গী হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও অপর্ণা ঘোষ। ছবিটি বানাচ্ছেন আরিফ খান।
গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অপর্ণা ঘোষ। দোলাচল দিয়ে বড় আয়োজনের কোনো কাজে ফেরা হচ্ছে তাঁর। আর নওশাবা তো নাটক-সিনেমা-ওয়েব কনটেন্ট সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন সমানতালে। এই তিনজনের কেমিস্ট্রি গল্পে নতুন মাত্রা যোগ করবে, আশা নির্মাতার।
কী নিয়ে দোলাচল-এর গল্প? খানিকটা জানা গেল নওশাবার মুখ থেকে, ‘গল্পের ধরনটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। এটা সম্পর্কের গল্প। এ ছবির প্রতিটি চরিত্র দোলাচলে থাকে সবকিছু নিয়ে। সম্পর্ক নিয়ে নির্দিষ্ট কোনো অবস্থানে পৌঁছতে পারে না। এই সময়ে এসে বাস্তব জীবনেও এই সংকটে প্রায় প্রত্যেকে ভুগছে।’
দোলাচল-এর শুটিং হয়েছে রাজধানীর মিরপুরে। সজল, নওশাবা, অপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।
একসময় সজলের পরিচয় ছিল রোমান্টিক বয় হিসেবে। এভাবেই তাঁকে পর্দায় দেখে অভ্যস্ত ছিল দর্শক। কয়েক বছর ধরে সজল চেষ্টা করছেন নিজেকে ভেঙে গড়ার। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রয়িংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে এনেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার—সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। গত বছর তিনি প্রশংসিত হন ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’-এ অভিনয় করে। এটি ছিল সজল অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রথম ছবির সাফল্যের পর আবারও ওয়েব ফিল্মে মুখ দেখাতে যাচ্ছেন সজল। অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘দোলাচল’-এ।
কয়েক দিন আগে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সজল। তবে কাজ শেষ হয়নি এখনো। শুটিং আরও বাকি আছে। দোলাচল-এ সজলের সঙ্গী হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও অপর্ণা ঘোষ। ছবিটি বানাচ্ছেন আরিফ খান।
গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অপর্ণা ঘোষ। দোলাচল দিয়ে বড় আয়োজনের কোনো কাজে ফেরা হচ্ছে তাঁর। আর নওশাবা তো নাটক-সিনেমা-ওয়েব কনটেন্ট সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন সমানতালে। এই তিনজনের কেমিস্ট্রি গল্পে নতুন মাত্রা যোগ করবে, আশা নির্মাতার।
কী নিয়ে দোলাচল-এর গল্প? খানিকটা জানা গেল নওশাবার মুখ থেকে, ‘গল্পের ধরনটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। এটা সম্পর্কের গল্প। এ ছবির প্রতিটি চরিত্র দোলাচলে থাকে সবকিছু নিয়ে। সম্পর্ক নিয়ে নির্দিষ্ট কোনো অবস্থানে পৌঁছতে পারে না। এই সময়ে এসে বাস্তব জীবনেও এই সংকটে প্রায় প্রত্যেকে ভুগছে।’
দোলাচল-এর শুটিং হয়েছে রাজধানীর মিরপুরে। সজল, নওশাবা, অপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
৮ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
৯ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১৯ ঘণ্টা আগে