Ajker Patrika

দশ বছর বয়সেই তারকা

দশ বছর বয়সেই তারকা

সন্ধ্যা হলেই বসে ধারাবাহিকের আসর। বাংলাদেশ কিংবা ভারত, বাড়ির মেয়ে বউ থেকে শুরু করে পুরুষরাও সিরিয়াল দেখতে বেশ পছন্দ করেন। ষ্টার জলসা, জি বাংলা তো আছেই, সাথে আছে আরো অনেক চ্যানেল যেখানে এমন কিছু ধারাবাহিক প্রচার হয়, যা দর্শকদের ভীষণ পছন্দের।

এমনই একটি ধারাবাহিক কালারস বাংলার ‘ব্যারিস্টার বাবু’। ভারতের স্বাধীনতার আগেকার সময়ের বাল্যবিবাহের কাহিনী নিয়েই তৈরী এই গল্পের প্রেক্ষাপট। গল্পে মূল চরিত্র বন্দিতার ভূমিকায় অভিনয় করছেন খুদে অভিনেত্রী আউরা ভাটনাগার বাদোনি।

সিরিয়ালের গল্পসূত্রে জানা যায়, মাত্র ৮ বছর বয়সেই এক ইংল্যান্ড ফেরত ব্যারিস্টারের সাথে বিয়ে হয় বন্দিতার। ছোট্ট বন্দিতা প্রথাগত পিতৃতান্ত্রিক সমাজের থেকে একটু আলাদা। ন্যায্য অধিকারের জন্য প্রশ্ন করতে জানে সে। সিরিয়ালের মূল আকর্ষণও এই বন্দিতাই। ঠিক যেমন আগেকার দিনে ছোট বয়সে বিয়ে দেওয়া হত মেয়েদের তেমনি ছোট্ট বউ সেজেই অভিনয় করে আউরা। আর তাঁর অভিনয় বর্তমানে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে।

আউরার আসল বয়স সবে ১০ ছুঁই ছুঁই। এই বয়সের বাকি মেয়েরা লেখাপড়া আর হয়তো খেলা নিয়েই মেতে আছে। সেখানে আউরা তাঁর পড়াশোনা আর অভিনয়ের ক্যারিয়ারে কিন্তু দারুনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। আউরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়, ইতিমধ্যেই লক্ষাধিক অনুসারীও রয়েছে তাঁর। মাত্র ১০বছর বয়সেই রাতারাতি তারকা বনে গেল ছোট্ট আউরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের নানান ছবি শেয়ার করে আউরা। আর সেই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। আউরার ফেসবুক, ইনস্টাগ্রামে উঁকি মারলেই দেখা যাবে শুটিংয়ের মাঝেই বই নিয়ে পড়তে বসে যায় সে।

আবার সম্প্রতি চেনা শাড়ির সাজ থেকে বাইরে বেরিয়ে গাউন পরে দেখা গিয়েছে আউরাকে। কারণ সিরিয়ালে যে তাকে ইংরেজি মেমসাহেব সাজতে হয়েছে। আউরার এই গাউন পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।

সিরিয়ালটি ইতিমধ্যে ২ শতাধিক পর্ব প্রচার হয়েছে। প্রতি সোম-শনি বাংলাদেশ সময় রাত ৯ টায় কালারস বাংলায় সিরিয়ালটি দেখা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত