Ajker Patrika

চমকে ভরপুর ‘চরকি’র যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩: ৫৯
চমকে ভরপুর ‘চরকি’র যাত্রা শুরু

বিশ্বজুড়ে এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। পিছিয়ে নেই বাংলাদেশও। ইতিমধ্যে দেশে বেশ কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়মিত সিনেমা-ওয়েব সিরিজ মুক্তি দিচ্ছে। আজ থেকে দেশের ওটিটি প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নতুন নাম, চরকি। চলতি বছরের শুরুর দিকে প্ল্যাটফর্ম চরকির ঘোষণা আসে।আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি।

এর আগে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা, নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দিয়েছিলেন ১২ মাসে ১২টি অরিজিনাল ফিল্ম নিয়ে আসবেন তাঁরা। সেই প্রতিশ্রুতির সূত্র ধরে শুরুতেই বড় চমক নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। আজ রাত ৮টায় দর্শকদের জন্য উন্মুক্ত হবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট।

‘মরীচিকা’ সিরিজে মাহিয়া মাহিএ বিষয়ে রেদওয়ান রনি বলেন, ‘আমাদের প্রতিটি কনটেন্ট হবে প্রিমিয়াম কোয়ালিটির। যেহেতু দর্শক টাকা দিয়ে অনুষ্ঠান দেখবে, তাই কোয়ালিটি নিশ্চিত করা হচ্ছে সতর্কতার সঙ্গে। আমাদের মূল বক্তব্য, মেড ইন বাংলাদেশ ফর দ্য ওয়ার্ল্ড। আগেই কথা দিয়েছি ১২ মাসে ১২টি কনটেন্ট অরিজিনাল ফিল্ম থাকবে চরকিতে। আমাদের বিশ্বাস দর্শক আশাহত হবেন না চরকির অনুষ্ঠান দেখে।’

শুরুর দিনেই মুক্তি পাবে তিনটি কনটেন্ট। এগুলো হলো শিহাব শাহীনের ‘মরীচিকা’। ভিকি জায়েদের ‘লাল কাতান নীল ডাকাত’ ও রবিউল আলম রবির ‘ঊনলৌকিক’।

আফরান নিশো ও সিয়াম আহমেদআট পর্বের ওয়েব সিরিজ ‘মরীচিকা’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটির রচনাও তাঁর। অভিনয় করেছেন আফরান নিশো, সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান, মাহিয়া মাহির মতো অভিনয়শিল্পীরা।

ভিকি জায়েদের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লাল কাতান নীল ডাকাত’। গল্প ও চিত্রনাট্য করেছেন নাজিম উদ্দৌলা। এই ছবিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক প্রমুখ।

চরকি লোগো‘ঊনলৌকিক’-এর প্রথম পর্ব ‘মরিবার হলো তার স্বাদ’ দেখা যাবে প্রথম দিন। আসাদুজ্জামান নূর, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, রাফিয়াত রশিদ মিথিলা, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের অভিনয় করেছেন এই সিরিজে। পাঁচ পর্বের সিরিজটিতে প্রতি সপ্তাহে থাকবে একটি করে নতুন গল্প। প্রতিটি গল্পই শিবব্রত বর্মণের লেখা।

অ্যাপ ও ওয়েবসাইট উন্মোচনের পর থেকে দর্শকেরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাবস্ক্রিপশন করে কনটেন্টগুলো দেখতে পারবেন। মৌলিক কনটেন্টের পাশাপাশি বিদেশি সিনেমা-সিরিজ, জনপ্রিয় পুরোনো সিনেমা-নাটক ও গানের ভিডিওসহ আরও বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট দেখা যাবে ‘চরকি’-তে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত