ফেলুদা-ব্যোমকেশদের তালিকায় আসছেন নতুন গোয়েন্দা। নাম সুব্রত শর্মা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন গোয়েন্দা সিরিজের গল্প লিখেছেন অঞ্জন দত্ত। তবে কোথায় মুক্তি দেবেন সে বিষয়ে নিশ্চিত করেননি।
সিরিজটির নাম ‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’। আর সেই গল্পের-ই গোয়েন্দা নায়ক সুব্রত শর্মা। পেশায় সে সাংবাদিক। আরেকটু বিস্তারিত বললে, ক্রাইম রিপোর্টার। হঠাৎই তাঁর চাকরি চলে যায়। অতঃপর পেটের টানে আর নিজের গোয়েন্দাগিরির প্রেমে সুব্রত চাকরি নেয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থায়। সেখানে সহযোগী গোয়েন্দা হিসেবে কাজ করতে করতেই তার বস ড্যানি খুন হয়ে যায়। এরপর সেই রহস্য উন্মোচনেই মাঠে নামে সুব্রত। শুধু তাই নয়, বস ড্যানি সেজেই সে একাধিক মামলার সমাধান করে ফেলে।
প্রথমে ভেবেছিলেন গোয়েন্দা সুব্রত শর্মার চরিত্রে নিজেই অভিনয় করবেন অঞ্জন দত্ত। পরে এই চরিত্রের জন্য অভিনেতা সুপ্রভাত দাসকে বেছে নিয়েছেন তিনি। তবে বস ড্যানির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন। দেখা যাবে বরুণ চন্দ, সুদীপা বসুকেও। ১২ আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।
‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’ সিরিজের প্রথম সিজনে ৫টি পর্ব প্রচারিত হবে। প্রতিটি পর্বে থাকছে ভিন্ন ভিন্ন গল্প। ভবিষ্যতে এই সিরিজের আরও কয়েকটি পর্ব বানানোর পরিকল্পনা করছেন অঞ্জন।
ফেলুদা-ব্যোমকেশদের তালিকায় আসছেন নতুন গোয়েন্দা। নাম সুব্রত শর্মা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন গোয়েন্দা সিরিজের গল্প লিখেছেন অঞ্জন দত্ত। তবে কোথায় মুক্তি দেবেন সে বিষয়ে নিশ্চিত করেননি।
সিরিজটির নাম ‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’। আর সেই গল্পের-ই গোয়েন্দা নায়ক সুব্রত শর্মা। পেশায় সে সাংবাদিক। আরেকটু বিস্তারিত বললে, ক্রাইম রিপোর্টার। হঠাৎই তাঁর চাকরি চলে যায়। অতঃপর পেটের টানে আর নিজের গোয়েন্দাগিরির প্রেমে সুব্রত চাকরি নেয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থায়। সেখানে সহযোগী গোয়েন্দা হিসেবে কাজ করতে করতেই তার বস ড্যানি খুন হয়ে যায়। এরপর সেই রহস্য উন্মোচনেই মাঠে নামে সুব্রত। শুধু তাই নয়, বস ড্যানি সেজেই সে একাধিক মামলার সমাধান করে ফেলে।
প্রথমে ভেবেছিলেন গোয়েন্দা সুব্রত শর্মার চরিত্রে নিজেই অভিনয় করবেন অঞ্জন দত্ত। পরে এই চরিত্রের জন্য অভিনেতা সুপ্রভাত দাসকে বেছে নিয়েছেন তিনি। তবে বস ড্যানির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন। দেখা যাবে বরুণ চন্দ, সুদীপা বসুকেও। ১২ আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।
‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’ সিরিজের প্রথম সিজনে ৫টি পর্ব প্রচারিত হবে। প্রতিটি পর্বে থাকছে ভিন্ন ভিন্ন গল্প। ভবিষ্যতে এই সিরিজের আরও কয়েকটি পর্ব বানানোর পরিকল্পনা করছেন অঞ্জন।
সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
২ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৪ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১৪ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১৪ ঘণ্টা আগে