Ajker Patrika

সুব্রত শর্মাকে নিয়ে আসছেন অঞ্জন

সুব্রত শর্মাকে নিয়ে আসছেন অঞ্জন

ফেলুদা-ব্যোমকেশদের তালিকায় আসছেন নতুন গোয়েন্দা। নাম সুব্রত শর্মা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই নতুন গোয়েন্দা সিরিজের গল্প লিখেছেন অঞ্জন দত্ত। তবে কোথায় মুক্তি দেবেন সে বিষয়ে নিশ্চিত করেননি।

সিরিজটির নাম ‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’। আর সেই গল্পের-ই গোয়েন্দা নায়ক সুব্রত শর্মা। পেশায় সে সাংবাদিক। আরেকটু বিস্তারিত বললে, ক্রাইম রিপোর্টার।  হঠাৎই তাঁর চাকরি চলে যায়। অতঃপর পেটের টানে আর নিজের গোয়েন্দাগিরির প্রেমে সুব্রত চাকরি নেয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থায়। সেখানে সহযোগী গোয়েন্দা হিসেবে কাজ করতে করতেই তার বস ড্যানি খুন হয়ে যায়। এরপর সেই রহস্য উন্মোচনেই মাঠে নামে সুব্রত। শুধু তাই নয়, বস ড্যানি সেজেই সে একাধিক মামলার সমাধান করে ফেলে।

অঞ্জন দত্তপ্রথমে ভেবেছিলেন গোয়েন্দা সুব্রত শর্মার চরিত্রে নিজেই অভিনয় করবেন অঞ্জন দত্ত। পরে এই চরিত্রের জন্য অভিনেতা সুপ্রভাত দাসকে বেছে নিয়েছেন তিনি। তবে বস ড্যানির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন। দেখা যাবে বরুণ চন্দ, সুদীপা বসুকেও। ১২ আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।

‘ডিটেকটিভ ড্যানি আইএনএস’ সিরিজের প্রথম সিজনে ৫টি পর্ব প্রচারিত হবে। প্রতিটি পর্বে থাকছে ভিন্ন ভিন্ন গল্প। ভবিষ্যতে এই সিরিজের আরও কয়েকটি পর্ব বানানোর পরিকল্পনা করছেন অঞ্জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত