একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৫ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৫ ঘণ্টা আগে