একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৪ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৪ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৭ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৭ ঘণ্টা আগে