বিনোদন প্রতিবেদক
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
২ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৪ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৪ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৬ ঘণ্টা আগে