বিনোদন প্রতিবেদক
ঢাকা: ‘মীরাক্কেল’ শব্দটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিনোদনপ্রিয় দর্শকমাত্র জানেন এটি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় একটি রিয়েলিটি শো। বাংলাভাষী স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের কাছে মীরাক্কেলের মঞ্চ স্বপ্নের মতো।
সেই স্বপ্ন পূরণ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদের। তিনি মীরাক্কেলের দশম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন। তবে দুঃখজনক ঘটনা, ফাইনালিস্ট হয়েও অংশ নিতে পারছেন না ফাইনালে। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকার কারণে তিনি ‘অনুপস্থিত’ অনুষ্ঠানে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল-এর দশম আসরে অংশগ্রহণ করেন। তিনি জায়গা করে নেন মূল পর্বে।
এবারের আসরে অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রাশেদ ছিলেন দর্শকদের পছন্দের তালিকায়। তবে করোনার প্রভাবে ভারতে পৌঁছে সঠিক সময়ে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। আর তাই ফাইনালে অংশগ্রহণ করতে পারছেন না। ভারতে প্রতিযোগিতার শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
রাশেদ বলেন, ‘শুটিং শিডিউলের ফাঁকে বিশেষ কাজে দেশে এসেছিলাম। এরপর লকডাউনে পড়ে যাই। ফ্লাইটের টিকিট কেটেছিলাম, সেটাও ক্যানসেল হয়ে যায়। জি বাংলা অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটা সম্ভব হয়নি। তবে ভালো লাগার বিষয়, অফিশিয়ালি আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। ফাইনালে তারা আমাকে নিয়ে একটা ভিডিও ক্লিপ সম্প্রচার করবে। আমি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞ।’
ঢাকা: ‘মীরাক্কেল’ শব্দটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিনোদনপ্রিয় দর্শকমাত্র জানেন এটি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় একটি রিয়েলিটি শো। বাংলাভাষী স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের কাছে মীরাক্কেলের মঞ্চ স্বপ্নের মতো।
সেই স্বপ্ন পূরণ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদের। তিনি মীরাক্কেলের দশম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন। তবে দুঃখজনক ঘটনা, ফাইনালিস্ট হয়েও অংশ নিতে পারছেন না ফাইনালে। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকার কারণে তিনি ‘অনুপস্থিত’ অনুষ্ঠানে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল-এর দশম আসরে অংশগ্রহণ করেন। তিনি জায়গা করে নেন মূল পর্বে।
এবারের আসরে অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রাশেদ ছিলেন দর্শকদের পছন্দের তালিকায়। তবে করোনার প্রভাবে ভারতে পৌঁছে সঠিক সময়ে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। আর তাই ফাইনালে অংশগ্রহণ করতে পারছেন না। ভারতে প্রতিযোগিতার শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
রাশেদ বলেন, ‘শুটিং শিডিউলের ফাঁকে বিশেষ কাজে দেশে এসেছিলাম। এরপর লকডাউনে পড়ে যাই। ফ্লাইটের টিকিট কেটেছিলাম, সেটাও ক্যানসেল হয়ে যায়। জি বাংলা অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটা সম্ভব হয়নি। তবে ভালো লাগার বিষয়, অফিশিয়ালি আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। ফাইনালে তারা আমাকে নিয়ে একটা ভিডিও ক্লিপ সম্প্রচার করবে। আমি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞ।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে