অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৮ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে