ঢাকা: ‘মোহ’ কেটে যায় তবু ‘মায়া’ কাটে না- এ গল্পই বলে ওয়েব সিরিজ ‘মোহমায়া’। প্রথম সিজনের তুমুল দর্শকপ্রিয়তার পর সোমবার এল দ্বিতীয় কিস্তির ট্রেলার। সেখানে উঠে এসেছে রহস্য ও রোমাঞ্চের গন্ধ। ‘মোহ আর মায়ার পরিণতি কী?’ এ প্রশ্নের সূত্র ধরে এগিয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ের গল্প।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মানেই নতুন চমক। আর যদি তাতে যোগ হয় স্বস্তিকা-অনন্যা মতো নাম; তাহলে তো কোন কথাই নেই! ‘মোহমায়া’ তাই শুরু থেকেই দর্শকদের বাড়তি আকর্ষণ কুড়িয়েছে।
দুই নারীর জীবনের গল্প ‘মোহমায়া’। নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ এটি। ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে এটি স্বস্তিকার ষষ্ঠ কাজ।
প্রথমে স্ক্রিপ্টের পাঁচ পাতা পড়ে আমি না করে দিয়েছিলাম। এত জটিল চরিত্র! এরপর আবার হ্যাঁ বলি। এই চরিত্র যেভাবে কথা বলে, আমার মনে হয় আমাদের জেনারেশনের মায়েরাও এভাবেই কথা বলে। এতে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। এরকম কাজ আমি আগে করিনি।
স্বস্তিকা মুখোপাধ্যায়
এ সিরিজ দিয়ে ওটিটিতে পথ চলা শুরু করছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনি বলছেন, ‘মোহমায়া এমনই এক গল্প, যেটা শোনার পরই আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমি সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছি। তবে মোহমায়ার মতো গল্প এই প্রথম। অনেকগুলো স্তর রয়েছে এই চরিত্রে।’
প্রথম সিজনের ৫টি পর্বে দেখা গিয়েছিল এক বনেদি পরিবারের গল্প। ছোট ছেলে মিকি, মেয়ে মিঠি আর স্বামীকে নিয়ে অরুণার ছোট্ট ছিমছাম সংসার। বড় ছেলে নিমো চাকরি সূত্রে বহুদিন কলকাতার বাইরে। এখন মিকিও কানাডা যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করতে পেয়িং গেস্ট হিসেবে মিকির স্কুলের বন্ধু ঋষি থাকতে আসে। এরপর থেকেই বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়।
‘মোহমায়া’ চ্যাপ্টার টু এর ট্রেলার:
প্রবাসে চলে যাওয়া দুই ছেলের শূন্যস্থানে অরুণার মাতৃত্বের সংকট ও নিরাপত্তাহীনতায় স্বস্তির প্রলেপ দেয় ঋষির উপস্থিতি। মাতৃহারা ঋষিও তার মা মায়ার স্থানে বসায় অরুণাকে। সমান্তরালে চলতে থাকে মায়ের অতৃপ্ত আত্মার সঙ্গে ঋষির কথোপকথন, যা মূলত কাজ করছে এক ভৌতিক উপাদান হিসেবে।
২৬ মার্চ থেকে হইচইয়ে এই ওয়েব সিরিজের প্রথম অধ্যায় শুরু হয়েছিল। ২১ মে থেকে শুরু হবে দ্বিতীয় অধ্যায়।
ঢাকা: ‘মোহ’ কেটে যায় তবু ‘মায়া’ কাটে না- এ গল্পই বলে ওয়েব সিরিজ ‘মোহমায়া’। প্রথম সিজনের তুমুল দর্শকপ্রিয়তার পর সোমবার এল দ্বিতীয় কিস্তির ট্রেলার। সেখানে উঠে এসেছে রহস্য ও রোমাঞ্চের গন্ধ। ‘মোহ আর মায়ার পরিণতি কী?’ এ প্রশ্নের সূত্র ধরে এগিয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ের গল্প।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মানেই নতুন চমক। আর যদি তাতে যোগ হয় স্বস্তিকা-অনন্যা মতো নাম; তাহলে তো কোন কথাই নেই! ‘মোহমায়া’ তাই শুরু থেকেই দর্শকদের বাড়তি আকর্ষণ কুড়িয়েছে।
দুই নারীর জীবনের গল্প ‘মোহমায়া’। নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ এটি। ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে এটি স্বস্তিকার ষষ্ঠ কাজ।
প্রথমে স্ক্রিপ্টের পাঁচ পাতা পড়ে আমি না করে দিয়েছিলাম। এত জটিল চরিত্র! এরপর আবার হ্যাঁ বলি। এই চরিত্র যেভাবে কথা বলে, আমার মনে হয় আমাদের জেনারেশনের মায়েরাও এভাবেই কথা বলে। এতে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। এরকম কাজ আমি আগে করিনি।
স্বস্তিকা মুখোপাধ্যায়
এ সিরিজ দিয়ে ওটিটিতে পথ চলা শুরু করছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনি বলছেন, ‘মোহমায়া এমনই এক গল্প, যেটা শোনার পরই আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমি সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছি। তবে মোহমায়ার মতো গল্প এই প্রথম। অনেকগুলো স্তর রয়েছে এই চরিত্রে।’
প্রথম সিজনের ৫টি পর্বে দেখা গিয়েছিল এক বনেদি পরিবারের গল্প। ছোট ছেলে মিকি, মেয়ে মিঠি আর স্বামীকে নিয়ে অরুণার ছোট্ট ছিমছাম সংসার। বড় ছেলে নিমো চাকরি সূত্রে বহুদিন কলকাতার বাইরে। এখন মিকিও কানাডা যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করতে পেয়িং গেস্ট হিসেবে মিকির স্কুলের বন্ধু ঋষি থাকতে আসে। এরপর থেকেই বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়।
‘মোহমায়া’ চ্যাপ্টার টু এর ট্রেলার:
প্রবাসে চলে যাওয়া দুই ছেলের শূন্যস্থানে অরুণার মাতৃত্বের সংকট ও নিরাপত্তাহীনতায় স্বস্তির প্রলেপ দেয় ঋষির উপস্থিতি। মাতৃহারা ঋষিও তার মা মায়ার স্থানে বসায় অরুণাকে। সমান্তরালে চলতে থাকে মায়ের অতৃপ্ত আত্মার সঙ্গে ঋষির কথোপকথন, যা মূলত কাজ করছে এক ভৌতিক উপাদান হিসেবে।
২৬ মার্চ থেকে হইচইয়ে এই ওয়েব সিরিজের প্রথম অধ্যায় শুরু হয়েছিল। ২১ মে থেকে শুরু হবে দ্বিতীয় অধ্যায়।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
১ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
২ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৩ ঘণ্টা আগে