ঢাকা: ‘মোহ’ কেটে যায় তবু ‘মায়া’ কাটে না- এ গল্পই বলে ওয়েব সিরিজ ‘মোহমায়া’। প্রথম সিজনের তুমুল দর্শকপ্রিয়তার পর সোমবার এল দ্বিতীয় কিস্তির ট্রেলার। সেখানে উঠে এসেছে রহস্য ও রোমাঞ্চের গন্ধ। ‘মোহ আর মায়ার পরিণতি কী?’ এ প্রশ্নের সূত্র ধরে এগিয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ের গল্প।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মানেই নতুন চমক। আর যদি তাতে যোগ হয় স্বস্তিকা-অনন্যা মতো নাম; তাহলে তো কোন কথাই নেই! ‘মোহমায়া’ তাই শুরু থেকেই দর্শকদের বাড়তি আকর্ষণ কুড়িয়েছে।
দুই নারীর জীবনের গল্প ‘মোহমায়া’। নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ এটি। ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে এটি স্বস্তিকার ষষ্ঠ কাজ।
প্রথমে স্ক্রিপ্টের পাঁচ পাতা পড়ে আমি না করে দিয়েছিলাম। এত জটিল চরিত্র! এরপর আবার হ্যাঁ বলি। এই চরিত্র যেভাবে কথা বলে, আমার মনে হয় আমাদের জেনারেশনের মায়েরাও এভাবেই কথা বলে। এতে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। এরকম কাজ আমি আগে করিনি।
স্বস্তিকা মুখোপাধ্যায়
এ সিরিজ দিয়ে ওটিটিতে পথ চলা শুরু করছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনি বলছেন, ‘মোহমায়া এমনই এক গল্প, যেটা শোনার পরই আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমি সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছি। তবে মোহমায়ার মতো গল্প এই প্রথম। অনেকগুলো স্তর রয়েছে এই চরিত্রে।’
প্রথম সিজনের ৫টি পর্বে দেখা গিয়েছিল এক বনেদি পরিবারের গল্প। ছোট ছেলে মিকি, মেয়ে মিঠি আর স্বামীকে নিয়ে অরুণার ছোট্ট ছিমছাম সংসার। বড় ছেলে নিমো চাকরি সূত্রে বহুদিন কলকাতার বাইরে। এখন মিকিও কানাডা যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করতে পেয়িং গেস্ট হিসেবে মিকির স্কুলের বন্ধু ঋষি থাকতে আসে। এরপর থেকেই বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়।
‘মোহমায়া’ চ্যাপ্টার টু এর ট্রেলার:
প্রবাসে চলে যাওয়া দুই ছেলের শূন্যস্থানে অরুণার মাতৃত্বের সংকট ও নিরাপত্তাহীনতায় স্বস্তির প্রলেপ দেয় ঋষির উপস্থিতি। মাতৃহারা ঋষিও তার মা মায়ার স্থানে বসায় অরুণাকে। সমান্তরালে চলতে থাকে মায়ের অতৃপ্ত আত্মার সঙ্গে ঋষির কথোপকথন, যা মূলত কাজ করছে এক ভৌতিক উপাদান হিসেবে।
২৬ মার্চ থেকে হইচইয়ে এই ওয়েব সিরিজের প্রথম অধ্যায় শুরু হয়েছিল। ২১ মে থেকে শুরু হবে দ্বিতীয় অধ্যায়।
ঢাকা: ‘মোহ’ কেটে যায় তবু ‘মায়া’ কাটে না- এ গল্পই বলে ওয়েব সিরিজ ‘মোহমায়া’। প্রথম সিজনের তুমুল দর্শকপ্রিয়তার পর সোমবার এল দ্বিতীয় কিস্তির ট্রেলার। সেখানে উঠে এসেছে রহস্য ও রোমাঞ্চের গন্ধ। ‘মোহ আর মায়ার পরিণতি কী?’ এ প্রশ্নের সূত্র ধরে এগিয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ের গল্প।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মানেই নতুন চমক। আর যদি তাতে যোগ হয় স্বস্তিকা-অনন্যা মতো নাম; তাহলে তো কোন কথাই নেই! ‘মোহমায়া’ তাই শুরু থেকেই দর্শকদের বাড়তি আকর্ষণ কুড়িয়েছে।
দুই নারীর জীবনের গল্প ‘মোহমায়া’। নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ এটি। ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে এটি স্বস্তিকার ষষ্ঠ কাজ।
প্রথমে স্ক্রিপ্টের পাঁচ পাতা পড়ে আমি না করে দিয়েছিলাম। এত জটিল চরিত্র! এরপর আবার হ্যাঁ বলি। এই চরিত্র যেভাবে কথা বলে, আমার মনে হয় আমাদের জেনারেশনের মায়েরাও এভাবেই কথা বলে। এতে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। এরকম কাজ আমি আগে করিনি।
স্বস্তিকা মুখোপাধ্যায়
এ সিরিজ দিয়ে ওটিটিতে পথ চলা শুরু করছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনি বলছেন, ‘মোহমায়া এমনই এক গল্প, যেটা শোনার পরই আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমি সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছি। তবে মোহমায়ার মতো গল্প এই প্রথম। অনেকগুলো স্তর রয়েছে এই চরিত্রে।’
প্রথম সিজনের ৫টি পর্বে দেখা গিয়েছিল এক বনেদি পরিবারের গল্প। ছোট ছেলে মিকি, মেয়ে মিঠি আর স্বামীকে নিয়ে অরুণার ছোট্ট ছিমছাম সংসার। বড় ছেলে নিমো চাকরি সূত্রে বহুদিন কলকাতার বাইরে। এখন মিকিও কানাডা যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করতে পেয়িং গেস্ট হিসেবে মিকির স্কুলের বন্ধু ঋষি থাকতে আসে। এরপর থেকেই বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়।
‘মোহমায়া’ চ্যাপ্টার টু এর ট্রেলার:
প্রবাসে চলে যাওয়া দুই ছেলের শূন্যস্থানে অরুণার মাতৃত্বের সংকট ও নিরাপত্তাহীনতায় স্বস্তির প্রলেপ দেয় ঋষির উপস্থিতি। মাতৃহারা ঋষিও তার মা মায়ার স্থানে বসায় অরুণাকে। সমান্তরালে চলতে থাকে মায়ের অতৃপ্ত আত্মার সঙ্গে ঋষির কথোপকথন, যা মূলত কাজ করছে এক ভৌতিক উপাদান হিসেবে।
২৬ মার্চ থেকে হইচইয়ে এই ওয়েব সিরিজের প্রথম অধ্যায় শুরু হয়েছিল। ২১ মে থেকে শুরু হবে দ্বিতীয় অধ্যায়।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে