বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।
বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে