একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
২ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৪ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৪ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৬ ঘণ্টা আগে