১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বর্মণের সংগীতে ছবি ‘বালিকা বধূ’। ছবিতে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানটি গেয়েছিলেন অমিত কুমার। গানটি বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার রেশে গানটি লুফে নেন প্রযোজক একতা কাপুর। তৈরি করেন এই নামে টিভি সিরিয়াল।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছোট পর্দা মাতিয়ে রাখত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’। রাম আর পিয়ার দাম্পত্য-প্রেম-বিরহ-রোম্যান্স আর সর্বোপরি বন্ধুত্বের গল্পে কোথায় যেন নিজেদেরই হারিয়ে ফেলতেন একটু বেশি বয়সী দম্পতিরা। সেই রসায়ন নতুন করে ভারতীয় টিভি চ্যানেল সনিতে এসেছে। প্রচার হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তবে এবার আর রাম কাপুর আর সাক্ষী তানওয়ারের জুটি নয়। এবার জুটি হয়েছেন নকুল মেহতা ও দিশা পারমার। প্রথম সিজনের মতো এবারও মূল চরিত্রের নাম একই রাখা হয়েছে। নকুল অভিনয় করছেন রাম কাপুর চরিত্রে, দিশা হয়েছেন পিয়া। ইতিমধ্যেই দুজনের রসায়ন দর্শক পছন্দ করেছেন, জনপ্রিয় হয়ে উঠছে এই সিরিয়াল।
প্রযোজক একতা কাপুর বলেন, ‘আজকের জেনারেশন বছর ত্রিশের কোঠায় এসে যে একাকিত্বে ভুগবে তার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই, একটি সহজ, স্বাভাবিক শহুরে গল্প বানানোর চেষ্টা করছি। যে সময়টায় তার নির্ভরতার মানুষ লাগে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়।’
পাশাপাশি একতা আরও জানিয়েছেন, দ্বিতীয় সিজনের জন্য রাম ও সাক্ষীকে অফার দেননি। তিনি জানেন, রাম ও সাক্ষী অত্যন্ত ব্যস্ত। তবে এই সিজনে যাদের নিয়েছেন, তারাও বেশ জনপ্রিয়।
ইতিমধ্যে সিরিয়ালটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভেও দেখা যাচ্ছে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’।
১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বর্মণের সংগীতে ছবি ‘বালিকা বধূ’। ছবিতে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানটি গেয়েছিলেন অমিত কুমার। গানটি বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার রেশে গানটি লুফে নেন প্রযোজক একতা কাপুর। তৈরি করেন এই নামে টিভি সিরিয়াল।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছোট পর্দা মাতিয়ে রাখত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’। রাম আর পিয়ার দাম্পত্য-প্রেম-বিরহ-রোম্যান্স আর সর্বোপরি বন্ধুত্বের গল্পে কোথায় যেন নিজেদেরই হারিয়ে ফেলতেন একটু বেশি বয়সী দম্পতিরা। সেই রসায়ন নতুন করে ভারতীয় টিভি চ্যানেল সনিতে এসেছে। প্রচার হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তবে এবার আর রাম কাপুর আর সাক্ষী তানওয়ারের জুটি নয়। এবার জুটি হয়েছেন নকুল মেহতা ও দিশা পারমার। প্রথম সিজনের মতো এবারও মূল চরিত্রের নাম একই রাখা হয়েছে। নকুল অভিনয় করছেন রাম কাপুর চরিত্রে, দিশা হয়েছেন পিয়া। ইতিমধ্যেই দুজনের রসায়ন দর্শক পছন্দ করেছেন, জনপ্রিয় হয়ে উঠছে এই সিরিয়াল।
প্রযোজক একতা কাপুর বলেন, ‘আজকের জেনারেশন বছর ত্রিশের কোঠায় এসে যে একাকিত্বে ভুগবে তার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই, একটি সহজ, স্বাভাবিক শহুরে গল্প বানানোর চেষ্টা করছি। যে সময়টায় তার নির্ভরতার মানুষ লাগে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়।’
পাশাপাশি একতা আরও জানিয়েছেন, দ্বিতীয় সিজনের জন্য রাম ও সাক্ষীকে অফার দেননি। তিনি জানেন, রাম ও সাক্ষী অত্যন্ত ব্যস্ত। তবে এই সিজনে যাদের নিয়েছেন, তারাও বেশ জনপ্রিয়।
ইতিমধ্যে সিরিয়ালটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভেও দেখা যাচ্ছে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
২ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৪ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৬ ঘণ্টা আগে