জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল আর্কলাইট ইভেন্টস। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। এবার এক ভিডিও বার্তায় জাভেদ আলি জানালেন, ‘কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, সঙ্গে কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বাংলাদেশি ভক্তদের।’
আর্কলাইট ইভেন্টসের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় জাভেদ আলি বলেন, ‘আমি জাভেদ আলি। আর্কলাইট ইভেন্টস, জার্কুনিয়াম আর অ্যাসেন এর আমন্ত্রণে আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ আসছি। টিকিট কাটতে ও পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন গেট সেট রকের পেজে।’
কনসার্টটির সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছি। জাভেদ আলির সঙ্গে পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান মজুমদার, আমরা এই আয়োজনে তিনটি দেশের সংগীতের মেলবন্ধন ঘটাচ্ছি। আশা করি দেশের দর্শকেরা ভালো একটি কনসার্ট উপভোগ করবেন।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল আর্কলাইট ইভেন্টস। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। এবার এক ভিডিও বার্তায় জাভেদ আলি জানালেন, ‘কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, সঙ্গে কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বাংলাদেশি ভক্তদের।’
আর্কলাইট ইভেন্টসের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় জাভেদ আলি বলেন, ‘আমি জাভেদ আলি। আর্কলাইট ইভেন্টস, জার্কুনিয়াম আর অ্যাসেন এর আমন্ত্রণে আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ আসছি। টিকিট কাটতে ও পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন গেট সেট রকের পেজে।’
কনসার্টটির সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছি। জাভেদ আলির সঙ্গে পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান মজুমদার, আমরা এই আয়োজনে তিনটি দেশের সংগীতের মেলবন্ধন ঘটাচ্ছি। আশা করি দেশের দর্শকেরা ভালো একটি কনসার্ট উপভোগ করবেন।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
৩ ঘণ্টা আগেগত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।
৭ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১৩ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
১৭ ঘণ্টা আগে