বিনোদন প্রতিবেদক
তুমি ভুল করে এসেছিলে কি না জানি না
কথা: ড. সালাউদ্দীন জাকি
সুর: লাকী আখান্দ্
শুনুন ‘তুমি ভুল করে এসেছিলে কি না জানি না’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এখন গানে সঞ্চারী ব্যবহার করা হয় না। শুধু অন্তরাই থাকে। এই গানে সঞ্চারী ছিল। গানটি নিয়ে একদিন লাকী ভাইয়ের কাছে যাই। অনেক দিন ধরে তেমন ভালো কিছু হচ্ছিল না। তিনি মুখের ওপর বলেই দিলেন, ‘সুর আসতেছে না। কিছু হবে না মনে হয়।’ একদিন রাঙামাটি গেলেন লাকী ভাই। পাহাড়ের ওপর উঠে সুরটা নিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর ফোন করলেন আমাকে, ‘বিশ্ব, গানটার সুর করে ফেলেছি।’
যেখানে সীমান্ত তোমার
কথা: কাওসার আহমেদ চৌধুরী
সুর: লাকী আখান্দ্
শুনুন ‘যেখানে সীমান্ত তোমার’
গানটা করার কথা ছিল টিভি চ্যানেলে জন্য, যেটার প্রযোজক ছিলেন মুসা আহমেদ। তিনি বললেন, বিটিভির স্টুডিওতে গানটি রেকর্ড করব। অত বেশি খরচ করার সামর্থ্য নেই। স্টুডিওতে আমাদের ঢোকার কথা ছিল সন্ধ্যায়। এমন সময় আলাউদ্দীন আলী ভাই এসে বললেন, ‘আমার ফিল্ম শুটিংয়ে যাবে কক্সবাজারে। তুমি কয়েক ঘণ্টার জন্য স্টুডিওটা আমার জন্য ছাড়ো। গানটা করলেই শুটিংটা হবে।’
আমরা সেদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত স্টুডিওর বাইরে বসে ছিলাম। ভোর ৫টায় গানটির ভয়েস দিলাম। এটা এমন একটা গান, সারা জীবন এটার জন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাব।
কোনো কোনো রাত খুব বড় মনে হয়
কথা: ড. গোলাম মোস্তফা
সুর: কুমার বিশ্বজিৎ
শুনুন ‘কোনো কোনো রাত খুব বড় মনে হয়’
গানটির সংগীতায়োজন হৃদয় ছুঁয়ে যায়। জীবনে যত গান গেয়েছি, মনে হয় এটাই সেরা কম্পোজিশন। এ গানে কিবোর্ড বাজিয়েছে মানাম আহমেদ। গানটি রেকর্ড করার সময় ও আমাকে বলল, ‘সুরটা কিবোর্ডে তুলতে পারছি না।’ যদিও ও যা-ই বাজাচ্ছিল আমার ভালো লাগছিল। কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। তখন তো স্টুডিও খালি পাওয়া খুব কঠিন ছিল। একটা শিফট মানাম এমন করেই কাটিয়ে দিল। তারপর ওভাবে রেখেই চলে গেল। পরের এক সপ্তাহ কোনো খবর নেই। হঠাৎ একদিন মানামের ফোন, ‘মামা, এখন শিফট নিতে পারিস।’ তারপর গানটা রেকর্ড হলো।
যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই
কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শুনুন ‘যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই’
আমার স্ত্রী তখন দেশের বাইরে। আইডিয়াটা এল সেখান থেকেই। বুলবুল ভাইয়ের সঙ্গে একটা অ্যালবাম করছিলাম তখন। তাঁকে বললাম, ‘আমরা তো পৃথিবী ছেড়ে একদিন সবাই চলে যাব, প্রিয়জনদের জন্য যদি এমন কিছু গান রেখে যেতে পারি।’
তখন এ গানটা লিখলেন তিনি। গানটা করার পর আমার মনে আছে, যাঁরাই সেদিন স্টুডিওতে ছিলেন, সবার চোখে পানি এসেছিল। মানাম ছিল কিবোর্ডে, রিদমে লিটন ডি-কস্টা। সবার চোখে পানি দেখেছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া।
তুমি ভুল করে এসেছিলে কি না জানি না
কথা: ড. সালাউদ্দীন জাকি
সুর: লাকী আখান্দ্
শুনুন ‘তুমি ভুল করে এসেছিলে কি না জানি না’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এখন গানে সঞ্চারী ব্যবহার করা হয় না। শুধু অন্তরাই থাকে। এই গানে সঞ্চারী ছিল। গানটি নিয়ে একদিন লাকী ভাইয়ের কাছে যাই। অনেক দিন ধরে তেমন ভালো কিছু হচ্ছিল না। তিনি মুখের ওপর বলেই দিলেন, ‘সুর আসতেছে না। কিছু হবে না মনে হয়।’ একদিন রাঙামাটি গেলেন লাকী ভাই। পাহাড়ের ওপর উঠে সুরটা নিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর ফোন করলেন আমাকে, ‘বিশ্ব, গানটার সুর করে ফেলেছি।’
যেখানে সীমান্ত তোমার
কথা: কাওসার আহমেদ চৌধুরী
সুর: লাকী আখান্দ্
শুনুন ‘যেখানে সীমান্ত তোমার’
গানটা করার কথা ছিল টিভি চ্যানেলে জন্য, যেটার প্রযোজক ছিলেন মুসা আহমেদ। তিনি বললেন, বিটিভির স্টুডিওতে গানটি রেকর্ড করব। অত বেশি খরচ করার সামর্থ্য নেই। স্টুডিওতে আমাদের ঢোকার কথা ছিল সন্ধ্যায়। এমন সময় আলাউদ্দীন আলী ভাই এসে বললেন, ‘আমার ফিল্ম শুটিংয়ে যাবে কক্সবাজারে। তুমি কয়েক ঘণ্টার জন্য স্টুডিওটা আমার জন্য ছাড়ো। গানটা করলেই শুটিংটা হবে।’
আমরা সেদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত স্টুডিওর বাইরে বসে ছিলাম। ভোর ৫টায় গানটির ভয়েস দিলাম। এটা এমন একটা গান, সারা জীবন এটার জন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাব।
কোনো কোনো রাত খুব বড় মনে হয়
কথা: ড. গোলাম মোস্তফা
সুর: কুমার বিশ্বজিৎ
শুনুন ‘কোনো কোনো রাত খুব বড় মনে হয়’
গানটির সংগীতায়োজন হৃদয় ছুঁয়ে যায়। জীবনে যত গান গেয়েছি, মনে হয় এটাই সেরা কম্পোজিশন। এ গানে কিবোর্ড বাজিয়েছে মানাম আহমেদ। গানটি রেকর্ড করার সময় ও আমাকে বলল, ‘সুরটা কিবোর্ডে তুলতে পারছি না।’ যদিও ও যা-ই বাজাচ্ছিল আমার ভালো লাগছিল। কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। তখন তো স্টুডিও খালি পাওয়া খুব কঠিন ছিল। একটা শিফট মানাম এমন করেই কাটিয়ে দিল। তারপর ওভাবে রেখেই চলে গেল। পরের এক সপ্তাহ কোনো খবর নেই। হঠাৎ একদিন মানামের ফোন, ‘মামা, এখন শিফট নিতে পারিস।’ তারপর গানটা রেকর্ড হলো।
যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই
কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শুনুন ‘যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই’
আমার স্ত্রী তখন দেশের বাইরে। আইডিয়াটা এল সেখান থেকেই। বুলবুল ভাইয়ের সঙ্গে একটা অ্যালবাম করছিলাম তখন। তাঁকে বললাম, ‘আমরা তো পৃথিবী ছেড়ে একদিন সবাই চলে যাব, প্রিয়জনদের জন্য যদি এমন কিছু গান রেখে যেতে পারি।’
তখন এ গানটা লিখলেন তিনি। গানটা করার পর আমার মনে আছে, যাঁরাই সেদিন স্টুডিওতে ছিলেন, সবার চোখে পানি এসেছিল। মানাম ছিল কিবোর্ডে, রিদমে লিটন ডি-কস্টা। সবার চোখে পানি দেখেছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে