ভারতীয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
কেকের মৃত্যুবার্ষিকীতে আজ মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত বলিউড সিনেমা ‘সাভি’। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে।
‘সাভি’র ট্রেলার মুক্তি পাওয়ার পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত থাকছে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।
বলিউডের প্লেব্যাকের আগে সাড়ে তিন হাজার জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কেকে। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গেয়েছেন তিনি। জিৎ গাঙ্গুলি, প্রীতম চক্রবর্তী, রাজেশ রোশন, সন্দেশ শান্দিলিয়া, বিশাল শেখর, ইসমাইল দরবার, নাদিম-শ্রাবণ, সাজিদ-ওয়াজিদ, শান্তনু মৈত্রের মতো জনপ্রিয় ও গুণী সংগীত পরিচালকদের সুরে গেয়েছেন কেকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও মারাঠি ছবিতেও গেয়েছেন তিনি।
৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
ভারতীয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
কেকের মৃত্যুবার্ষিকীতে আজ মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত বলিউড সিনেমা ‘সাভি’। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে।
‘সাভি’র ট্রেলার মুক্তি পাওয়ার পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত থাকছে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।
বলিউডের প্লেব্যাকের আগে সাড়ে তিন হাজার জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কেকে। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গেয়েছেন তিনি। জিৎ গাঙ্গুলি, প্রীতম চক্রবর্তী, রাজেশ রোশন, সন্দেশ শান্দিলিয়া, বিশাল শেখর, ইসমাইল দরবার, নাদিম-শ্রাবণ, সাজিদ-ওয়াজিদ, শান্তনু মৈত্রের মতো জনপ্রিয় ও গুণী সংগীত পরিচালকদের সুরে গেয়েছেন কেকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও মারাঠি ছবিতেও গেয়েছেন তিনি।
৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৩৮ মিনিট আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৫ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৫ ঘণ্টা আগে