চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। এর পঞ্চম অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ১ জুলাই, ময়মনসিংহের মহারাজা রোডে অবস্থিত মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে।
দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য সম্পন্ন করেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। আর ময়মনসিংহ থেকে ছিলেন জাহিদুল কবির লিটন ও তন্নি সাহা।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কি-এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন মো. ফকির চান এবং মো. সাইফুল ইসলাম তানভীর। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়্যালটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। এরই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২। চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।
ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ার্ডরোব পার্টনার-দেশাল।
চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। এর পঞ্চম অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ১ জুলাই, ময়মনসিংহের মহারাজা রোডে অবস্থিত মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে।
দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য সম্পন্ন করেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। আর ময়মনসিংহ থেকে ছিলেন জাহিদুল কবির লিটন ও তন্নি সাহা।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কি-এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন মো. ফকির চান এবং মো. সাইফুল ইসলাম তানভীর। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়্যালটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। এরই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২। চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।
ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ার্ডরোব পার্টনার-দেশাল।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
১২ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১৩ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৪ ঘণ্টা আগে