ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত কনসার্টের ভেন্যু বদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কনসার্ট হওয়ার কথা থাকলেও আয়োজকেরা জানিয়েছেন, সেখানে আর হচ্ছে না। এর বদলে আগামী ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী। কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘‘টু গাজা ফ্রম ঢাকা’’ কনসার্টের পরিবর্তিত ভেন্যু হাতিরঝিল এম্ফিথিয়েটার। তবে কনসার্ট যথারীতি ২৪ নভেম্বর হবে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।’
সানি আরও জানান, ভেন্যু বদল হলেও কনসার্টের তারিখ ও শিল্পী তালিকা ঠিক থাকছে। সঙ্গে এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ নামের এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
প্রসঙ্গত, কনসার্টে ব্যান্ড দলের মধ্যে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার অংশ নিচ্ছে।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকেরা। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন। ইতিমধ্যে ইব্রাহিমপুর, ভাষানটেক, মিরপুর ১৪, ইনডোর স্টেডিয়াম, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড টু গাজা ফ্রম ঢাকা থিমে’ গ্রাফিতি এঁকেছেন শিল্পী মোরশেদ মিশু।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত কনসার্টের ভেন্যু বদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কনসার্ট হওয়ার কথা থাকলেও আয়োজকেরা জানিয়েছেন, সেখানে আর হচ্ছে না। এর বদলে আগামী ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী। কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘‘টু গাজা ফ্রম ঢাকা’’ কনসার্টের পরিবর্তিত ভেন্যু হাতিরঝিল এম্ফিথিয়েটার। তবে কনসার্ট যথারীতি ২৪ নভেম্বর হবে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।’
সানি আরও জানান, ভেন্যু বদল হলেও কনসার্টের তারিখ ও শিল্পী তালিকা ঠিক থাকছে। সঙ্গে এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ নামের এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
প্রসঙ্গত, কনসার্টে ব্যান্ড দলের মধ্যে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার অংশ নিচ্ছে।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকেরা। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন। ইতিমধ্যে ইব্রাহিমপুর, ভাষানটেক, মিরপুর ১৪, ইনডোর স্টেডিয়াম, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড টু গাজা ফ্রম ঢাকা থিমে’ গ্রাফিতি এঁকেছেন শিল্পী মোরশেদ মিশু।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৫ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২৩ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে