Ajker Patrika

ফিরছে ফোক ফেস্ট, আবার হবে শেকড়ের গান

ফিরছে ফোক ফেস্ট, আবার হবে শেকড়ের গান

সারাবিশ্বের ফোক গানের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল ঢাকা শহর। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতি বছর বসত ফোক ফেস্ট। বিভিন্ন দেশ থেকে লোকশিল্পীরা আসতেন, রাতভর গাইতেন; দর্শক মুগ্ধ হতেন তাঁদের পরিবেশনায়।

সান কমিউনিকেশনস লিমিটিডের উদ্যোগে ২০১৫ সালে শুরু হয়েছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। টানা পাঁচ বছর আয়োজনটি ছিল শিল্পী থেকে দর্শক—সবার আগ্রহের কেন্দ্রে। করোনা মহামারির কারণে ২০২০ সালের আয়োজন স্থগিত করা হয়। এরপর আর অনুষ্ঠিত হয়নি ঢাকা ফোক ফেস্ট। ৫ বছর পর আবারও ফিরছে এ আয়োজন। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।

গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছিল আবারও শুরু হচ্ছে ঢাকা ফোক ফেস্ট। তবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন না আয়োজকেরা। অবশেষে সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন জানালেন, ২০২৫ সালের ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে বসবে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। ইতিমধ্যে আর্মি স্টেডিয়াম ব্যবহারের অনুমতি মিলেছে। শিগগরিই সংবাদ সম্মেলন করে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হবে।

তানভীর হোসেন বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট নিয়ে দর্শকের অনেক আগ্রহ। প্রতিবছর এই আয়োজন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আবার কবে হচ্ছে ফোক ফেস্ট! এবার অনুষ্ঠানটি আমরা করছি। আয়োজনের পেছনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ভেন্যু হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছি। আগামী জানুয়ারি মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখ ফোক ফেস্টের এবারের আসর অনুষ্ঠিত হবে। শিগগিরই আমরা সংবাদ সম্মেলন করব। সেখানে এই আয়োজনে কারা থাকবেন, অংশ নিতে কীভাবে রেজিষ্ট্রেশন করতে হবে—সব জানানো হবে।’

২০১৯ সালের ১৪ থেকে ১৬ নভেম্বর আর্মি স্টেডিয়ামে সর্বশেষ আয়োজিত হয়েছিল ঢাকা ইন্টারন্যালনাল ফোক ফেস্ট। তিন দিনব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাহ আলম সরকার, শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাব্বিসহ অনেকে। বিদেশিদের মধ্যে ছিলেন দিলার মেহেন্দী (ভারত), শেভেনেবুরেবি (জর্জিয়া), হিনা নাসরুল্লাহ (পাকিস্তান), হাবিব কইটে অ্যান্ড বামাদা (মালি), সাত্তুমা (রাশিয়া), জুনুন (পাকিস্তান)।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত